Top News

পৃথিবী প্রদক্ষিণ শেষ, ২১ দিনের মাথায় চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পৃথিবী প্রদক্ষিণ শেষ করে এবার চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। পৃথিবী প্রদক্ষিণ সফলভাবেই শেষ করেছে চন্দ্রযান ৩। এবার ধীরে ধীরে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান। আশা করা হচ্ছে চাঁদের মাটি স্পর্শ করতে চন্দ্রযানের সময় লাগবে আরও প্রায় তিন সপ্তাহ।

চাঁদের বলয়ে প্রদক্ষিণ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩। ভারতীয় মহাকাশযানটি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় ঢুকে পড়েছে। বর্তমানে চন্দ্রপৃষ্ঠ থেকে ৬২ হাজার ৬৩০ কিলোমিটার উচ্চতায় আছে। আগামী ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এটি। এরজন্য বৃদ্ধি করা হবে চন্দ্রযানের গতি। কক্ষপথে পৌঁছে গেলেই ফের গতি কমিয়ে আনা হবে এই ভারতীয় মহাকাশ যানের। মহাকাশযানটি যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে, তখন বন্ধ হবে প্রোপালশন মডিউলের ইঞ্জিন। এরপরই ধীরে ধীরে চন্দ্রযান নেমে যাবে চাঁদের দিকে।

ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর ৩০০ কিলোমিটার দূরে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা।

জানা গিয়েছে, চাঁদের কাছে গেলে বিভিন্ন ধাপে গতি কমানো হবে চন্দ্রযান ৩-এর। চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে পালকের মতো করে নীচের দিকে নামবে ল্যান্ডার। এর জন্য লাগবে মোট ২০ মিনিট। চাঁদের মাটি ছোঁয়ার পর খুলে যাবে দরজা। সেই দরজা দিয়ে বেরিয়ে আসবে রোভার। এরপর থেকেই চন্দ্রযান ৩-এর রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, চাঁদ আদৌ মানুষের বসবাসযোগ্য কি না, তা খতিয়ে দেখবে চন্দ্রযান ৩-এর রোভার।

উল্লেখ্য, ১৯৬৮ সালে এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর সবথেকে কাছে অবতরণ করেছিল নাসার সার্ভেয়ার-৭। এর আগে চন্দ্রযান ২-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল ভারত। সেবারে অল্পের জন্য দক্ষিণ মেরুতে ঠিক ভাবে অবতরণ করতে পারেনি ইসরোর মহাকাশযান। তবে বিজ্ঞানীদের মতে, চন্দ্রযান ২-কে কোনওরকম ব্যর্থ বলা যায় না। কারণ ওই মিশনের ৯০ শতাংশ লক্ষ্যই পূরণ হয়েছিল। শেষ মুহূর্তে গিয়ে মহাকাশযানটি ধ্বংস হলেও চাঁদের থেকে অনেক তথ্য এই মিশনের থেকে পেয়েছেন বিজ্ঞানীরা। সেই মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার চন্দ্রযান-৩ কে চাঁদে পাঠিয়েছেন বিজ্ঞানীরা।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

MJN Medical | এমজেএন মেডিকেলে শুরু হল মেরুদন্ডের মাইক্রোসার্জারি

কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে(MJN Medical) সোমবার থেকে মেরুদন্ডের মাইক্রোসার্জারি(Spine microsurgery) শুরু হল। এদিন…

7 mins ago

Adhir Ranjan Chowdhury | কার্তিক মহারাজকে নিয়ে অধীরের মন্তব্যে মমতারই সুর! কী বললেন কংগ্রেস নেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঝড় উঠেছে গোটা রাজ্যে। এবার একই…

10 mins ago

Narendra Modi | শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা, জনসভা থেকে তীব্র নিন্দা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরাসরি বিজেপির…

32 mins ago

Ebrahim Raisi | রাইসির মৃত্যুতে উৎসব পালনে ইরানিরা! পুড়ল আতশবাজি, ছড়াল মিম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার পাহাড়ে ধাক্কা লেগে চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম…

34 mins ago

Siliguri | খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু ব্যক্তির, অসুস্থ পরিবারের ৪

শিলিগুড়ি: খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হল ৫১ বছরের এক ব্যক্তির। অসুস্থ পরিবারের আরও…

43 mins ago

Chhattisgarh | ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ১৫, আহত ৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল ১৫ জনের। সোমবার ছত্তিশগড়ের কাদিরধাম…

45 mins ago

This website uses cookies.