Sunday, June 16, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গVande Bharat Express | এসি বিকল, ছাতা মাথায় বন্দে ভারতের যাত্রীরা

Vande Bharat Express | এসি বিকল, ছাতা মাথায় বন্দে ভারতের যাত্রীরা

সানি সরকার, শিলিগুড়ি: শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনে জলের ধারা! যার থেকে মাথা বাঁচাতে যাত্রীদের হাতে ছাতা! অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে বন্দে ভারত এক্সপ্রেসে(Vande Bharat Express)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি জংশন(NJP) থেকে হাওড়াগামী সেমি হাইস্পিড ট্রেনটিতে, যা কার্যত নজিরবিহীন। আর এমন ঘটনায় ‘মুখ পোড়ায়’ তদন্ত শুরু করেছে রেল। যে কোচটির এসি বিকল হয়ে গিয়েছিল, তা বুধবার মেরামতি করা হয়েছে পূর্ব রেলের তরফে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, ‘যান্ত্রিক কিছু ত্রুটি দেখা দিয়েছে কোচটিতে। ওই কোচটি মেরামত করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে, বন্দে ভারতের পরিবর্তে সামার স্পেশাল হিসেবে যে ট্রেনটি বুধবার চালানো হয়েছে, তার ভ্যাকুয়াম খারাপ হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছায় ট্রেনটি, যা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী।

বর্ষার সময় ভারী বর্ষণে অনেক দূরপাল্লার ট্রেনের ছাদ চুইয়ে জল পড়ে, যা নিয়ে ক্ষোভ নতুন নয়। এমন ঘটনায় বারবার রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এবার প্রশ্নের মুখে এনজেপি-হাওড়া বন্দে ভারত। বিজ্ঞাপনের মুখ হিসেবে রেল যখন ব্যবহার করছে বন্দে ভারতকে, তখন সেই গর্বে জল ঢেলে দিল মঙ্গলবারের সন্ধে। এসি বিকল হয়ে যাওয়ার যন্ত্রটির থেকে বৃষ্টির ধারার মতো জল পড়তে থাকায় ভিজতে হল যাত্রীদের।

ওইদিন এনজেপির থেকে নির্দিষ্ট সময়ে হাওড়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। কিন্তু মালদা পেরোতেই বিপত্তি ঘটে সি-১৩ কোচে। প্রথমে এক-দু’ফেঁাটা জল পড়তে থাকলেও তার গতি বেড়ে যায় আধ ঘণ্টার মধ্যেই। ছাদের থেকে জল পড়তে থাকায় মাথা বাঁচাতে অনেকেই ব্যাগ থেকে ছাতা বের করে মাথার ওপর ধরেন। যাঁদের সঙ্গে ছাতা ছিল না, তাঁদের অনেকেই সহযাত্রীর ছাতার তলায় আশ্রয় নেন। স্বাভাবিকভাবেই যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ট্রেনটি বোলপুরে পৌঁছালে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার জেরে রেলের তরফে সাময়িক মেরামতি করে দেওয়া হয়। হাওড়ায় পৌঁছাতে অনেকটা দেরি হয় ট্রেনটির।

যাত্রীদের একাংশের বক্তব্য, বেশি ভাড়া দিয়েও যদি ভিজতে হয়, তবে তার থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। এসি বন্ধ হয়ে গিয়েছিল বলেও অনেকের অভিযোগ। যদিও তা মানতে নারাজ রেলকর্তারা। তাঁদের বক্তব্য, বন্দে ভারতে কোনও জানলা নেই। দরজাও চলন্ত ট্রেনে বন্ধ থাকে। এসি বন্ধ থাকলে এতটা পথ কেউ চলতে পারে না। তবে যে যুক্তি দেওয়া হোক না কেন, ছাদ চুইয়ে জল পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে রেলকে। আর সে কারণেই গোটা ঘটনা খতিয়ে দেখতে পূর্ব রেলের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ১০০ গ্রাম ব্রাউন সুগারসহ নেপালের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ। ধৃতের নাম দেবপ্রাসাদ রাজবংশী (১৯)। সে নেপালের ঝাঁপা...
Medla-Watch-Tower

Gorumara | বর্ষায় এবারেও বন্ধ মেদলা নজরমিনার

0
অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: গরুমারার (Gorumara) সমস্ত নজরমিনারের পাশাপাশি বর্ষার তিন মাস পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ থাকছে গরুমারার রামশাই (Ramsai) মেদলা নজরমিনারও। শনিবার, ১৫ জুন...

Falakata | চরতোর্ষা ডাইভারশনের উপর দিয়ে বইছে জল, বন্ধ যাতায়াত

0
ফালাকাটা: টানা বৃষ্টির জেরে ফালাকাটা-আলিপুরদুয়ার নির্মীয়মাণ মহাসড়কের চরতোর্ষা ডাইভারশনের(Diversion) উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। এর ফলে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। রবিবার সকাল...

Michigan | শিশুদের ওয়াটার পার্কে বন্দুকবাজের হামলা, ২ শিশু সহ আহত ১০ জন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিশুদের ওয়াটার পার্কে (Water park) ঢুকে এলোপাতাড়ি গুলি চালালো এক বন্দুকবাজ (Gunman)। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে (Michigan)।...
From class room to coaching, the destination of student life has changed

ক্লাস রুম থেকে কোচিং, বদলে গিয়েছে ছাত্রজীবনের গন্তব্য

0
শুভ সরকার ও সৌভিক সেন: স্কুটারে টিউশন থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষ্ণেন্দু সরকার। শিলিগুড়ি শহরের রথখোলা এলাকায় যখন তাঁর সঙ্গে দেখা হল, তখন...

Most Popular