রাজ্য

Election Commission | কমিশনের নির্দেশ, সাময়িক বন্ধ হচ্ছে তৃণমূল প্রার্থীর রুটি-সবজির গাড়ি

রায়গঞ্জ: নির্বাচন কমিশনের কোপে এবার কৃষ্ণ কল্যাণীর খাবার বিলির উদ্যোগ। রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী অভুক্ত মানুষের জন্য অন্নপূর্ণা ভান্ডার নামে একটি গাড়িতে করে শহরে রুটি সবজি বিলির ব্যবস্থা করেছিলেন। আপাতত নির্বাচন কমিশনের নির্দেশে সেই গাড়িটি সাময়িকভাবে বন্ধ রাখলেন কৃষ্ণ কল্যাণী। এদিন নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা ভান্ডার রায়গঞ্জের ভোট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন কৃষ্ণ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মে অন্নপূর্ণা ভান্ডার চালু করেন তৎকালীন বিজেপি বিধায়ক (অধুনা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী) কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ বাবু সেই সময় তাঁর বাবা প্রয়াত দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে তাঁর মা উর্মিলা দেবীর হাত দিয়ে এই গাড়িটি চালু করেন। এই গাড়ি থেকে বিনামূল্যে রায়গঞ্জ শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকার প্রচুর মানুষ রুটি-সবজি খেতে পারতেন। কখনও শহরের নির্দিষ্ট এলাকায় আবার কখনও প্রান্তিক গ্রামীণ এলাকায় পৌঁছে যেত রুটি-সবজির গাড়ি। আপাতত ছয়-সাতদিনের জন্য সেই পরিষেবা বন্ধ থাকছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য সম্প্রতি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। তারপরই পদক্ষেপ করে কমিশন। বাসুদেব সরকার বলেন, “তৃণমূল প্রার্থী দীর্ঘদিন ধরে গাড়ি থেকে খাবার বিলি করে ভোটারদের প্রলোভন দেখাচ্ছেন। বর্তমান সময়ে এটা নির্বাচনী বিধিলঙ্ঘনের সমতুল্য। অর্থের ক্ষমতা দেখিয়ে তিনি ভোটারদের তার পক্ষ নিতে বাধ্য করছেন। নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি।”
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আরও একবার প্রমাণিত হল যে বিজেপি সবসময় সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আমার চালু করা ভ্রাম্যমাণ রুটি-সবজির গাড়ি থেকে রুটি খেতে পারতেন। আমার প্রয়াত পিতার স্মৃতিতে সেটা চালু করেছিলাম এবং সেই রুটি-সবজির গাড়িতে কোনো দলীয় চিহ্নও নেই। কিন্তু বিজেপি ও কংগ্রেস যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে রুটি-সবজির গাড়ির বিষয়ে অভিযোগ জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই গাড়ি বন্ধ থাকছে। ভোট পর্যন্ত ছয়দিনের জন্য রুটি-সবজির গাড়ি বন্ধ থাকবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই খাবারের গাড়ি চালু থাকবে।”

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির…

5 mins ago

Supreme court | উপাচার্য নিয়োগে রাজনীতি বরদাস্ত নয়, বোসকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে রাজনীতি বরদাস্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।…

22 mins ago

Gang rape case | চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার মডেল! প্রায় ২ মাস পর অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে এক মডেলকে গণধর্ষণের (Gang rape case)…

26 mins ago

Hardik Pandya Banned | মুম্বই ইন্ডিয়ান্সে দুঃসংবাদ! পরের আইপিএলে দলের প্রথম ম্যাচে নির্বাসিত হার্দিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একে তো ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে…

1 hour ago

Bus Accident | চাকুলিয়ায় বাস দুর্ঘটনায় মৃত ২, আহত চার বাংলাদেশি সহ ১৩

কানকি: মর্মান্তিক বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হল ২ জনের। আহত চার বাংলাদেশি সহ ১৩…

2 hours ago

Bus catches fire | যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত্যু ৮ জনের, আহত বেশ কয়েকজন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন (Bus catches fire) লেগে মৃত্যু হল ৮…

2 hours ago

This website uses cookies.