Saturday, May 4, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরElection Commission | কমিশনের নির্দেশ, সাময়িক বন্ধ হচ্ছে তৃণমূল প্রার্থীর রুটি-সবজির গাড়ি

Election Commission | কমিশনের নির্দেশ, সাময়িক বন্ধ হচ্ছে তৃণমূল প্রার্থীর রুটি-সবজির গাড়ি

রায়গঞ্জ: নির্বাচন কমিশনের কোপে এবার কৃষ্ণ কল্যাণীর খাবার বিলির উদ্যোগ। রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী অভুক্ত মানুষের জন্য অন্নপূর্ণা ভান্ডার নামে একটি গাড়িতে করে শহরে রুটি সবজি বিলির ব্যবস্থা করেছিলেন। আপাতত নির্বাচন কমিশনের নির্দেশে সেই গাড়িটি সাময়িকভাবে বন্ধ রাখলেন কৃষ্ণ কল্যাণী। এদিন নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা ভান্ডার রায়গঞ্জের ভোট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন কৃষ্ণ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মে অন্নপূর্ণা ভান্ডার চালু করেন তৎকালীন বিজেপি বিধায়ক (অধুনা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী) কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ বাবু সেই সময় তাঁর বাবা প্রয়াত দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে তাঁর মা উর্মিলা দেবীর হাত দিয়ে এই গাড়িটি চালু করেন। এই গাড়ি থেকে বিনামূল্যে রায়গঞ্জ শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকার প্রচুর মানুষ রুটি-সবজি খেতে পারতেন। কখনও শহরের নির্দিষ্ট এলাকায় আবার কখনও প্রান্তিক গ্রামীণ এলাকায় পৌঁছে যেত রুটি-সবজির গাড়ি। আপাতত ছয়-সাতদিনের জন্য সেই পরিষেবা বন্ধ থাকছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য সম্প্রতি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। তারপরই পদক্ষেপ করে কমিশন। বাসুদেব সরকার বলেন, “তৃণমূল প্রার্থী দীর্ঘদিন ধরে গাড়ি থেকে খাবার বিলি করে ভোটারদের প্রলোভন দেখাচ্ছেন। বর্তমান সময়ে এটা নির্বাচনী বিধিলঙ্ঘনের সমতুল্য। অর্থের ক্ষমতা দেখিয়ে তিনি ভোটারদের তার পক্ষ নিতে বাধ্য করছেন। নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি।”
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আরও একবার প্রমাণিত হল যে বিজেপি সবসময় সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আমার চালু করা ভ্রাম্যমাণ রুটি-সবজির গাড়ি থেকে রুটি খেতে পারতেন। আমার প্রয়াত পিতার স্মৃতিতে সেটা চালু করেছিলাম এবং সেই রুটি-সবজির গাড়িতে কোনো দলীয় চিহ্নও নেই। কিন্তু বিজেপি ও কংগ্রেস যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে রুটি-সবজির গাড়ির বিষয়ে অভিযোগ জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই গাড়ি বন্ধ থাকছে। ভোট পর্যন্ত ছয়দিনের জন্য রুটি-সবজির গাড়ি বন্ধ থাকবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই খাবারের গাড়ি চালু থাকবে।”

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ...

0
রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন অভিনেতার হেলিকপ্টার রতুয়া স্টেডিয়ামে দুপুর ১২ টা ৩০ নাগাদ...

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার শহরের একটি হোটেলে দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও...

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

0
গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে সাহিদুর রহমান। তার প্রাপ্ত...

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ...

0
দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের ছাত্রী রাখি খাতুনকে। সেই মারণ রোগকে জয় করেই...
cable of the crane broke, 3 workers were injured

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

0
গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন ৩ শ্রমিক। এঁদের মধ্যে একজনের পা বাদ গিয়েছে। শুক্রবার...

Most Popular