Wednesday, May 15, 2024
HomeBreaking Newsকৃষি দপ্তরে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতির...

কৃষি দপ্তরে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতির ভাগ্নে

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগপত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার  অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ভাগ্নের বিরুদ্ধে। পাশাপাশি নাম জড়িয়েছে অঞ্চল সভাপতি ও তাঁর দাদারও। রায়গঞ্জ ব্লকের ১৪ নম্বর কমলাবাড়ির কসবা মাহেসো এলাকার ঘটনা।

প্রতারিত চাকরি প্রার্থীদের অভিযোগ, দুই মামার উপস্থিতিতে ভাগ্নে চাকরির নামে তাঁদের থেকে টাকা নিয়েছে। চাকরি না হওয়ায় টাকা ফেরতের দাবিতে শনিবার প্ল্যাকার্ড হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম ঘোষের বাড়ির গেটের সামনে ধর্নায় বসেন চাকরি প্রার্থীরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জানাজানি হতেই গ্রামের মানুষ সেখানে ভিড় করে।

চাকরি প্রার্থীদের অভিযোগ, উত্তমবাবুর ভাগ্নে মিঠুন ঘোষ মামাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কৃষি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি দেওয়ার নামে ১১ লক্ষ করে টাকা নিয়েছে। সে নিজে স্থানীয় একটি বেসরকারি বিএড কলেজে চতুর্থ শ্রেণির কর্মী পদে কর্মরত। অভিযোগ, মিঠুন টাকা নিলেও আসল কোনও নিয়োগপত্র দিতে পারেনি। টাকা নেওয়ার কিছুদিন পর নিয়োগপত্র দিলেও দেখা যায়, সেই সব ভুয়ো। চাকরি প্রার্থীরা জানান, এরপর থেকে মিঠুন তাঁদের সঙ্গে আর দেখা করছে না। প্রতারিত  চাকরি প্রার্থীদের সঙ্গে এদিন তাঁদের পরিবারের সদস্যরাও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে আসেন। তাঁরা দাবি জানাতে থাকেন, উত্তমবাবু সব জানেন। জেনেশুনেও তিনি চুপ।

এদিন উত্তমবাবু প্রথমে প্রকাশ্যে না এলেও পরে সাংবাদিকদের চাপে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। টাকা লেনদেনের ব্যাপারে আমি কিছুই জানি না। সত্যিটা অবশ্যই প্রকাশ পাবে।’

উত্তমবাবু আরও বলেন, ‘মিঠুন টাকা নিলে সেই জবাব মিঠুনই দেবে। আমরা শুনেছি ও টাকা নিয়েছে। কীজন্য নিয়েছে সেটা ওই বলতে পারবে।’ মিঠুনের বাড়ি উত্তমবাবুদের পেছন দিকে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মিঠুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Andhra Pradesh | মুখোমুখি সংঘর্ষের পরই বাস-লরিতে আগুন, মৃত ৬, জখম ২০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল দুটি গাড়িই। ঘটনায়  মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। জখম হয়েছেন ২০ জন।...

Madarihat | দুই দশক ধরে বক আগলে মাস্টারপাড়ার বকবুড়ি

0
মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: মুজনাই নদীর পাড়ের মহল্লাটায় পাশাপাশি দুটি বাঁশঝাড়ে অগুনতি বক। স্থানীয়রা বলছেন, সংখ্যাটা কমপক্ষে আড়াই হাজার হবে। আর সেই বকগুলিকে আগলে...

CBSE Class 10th Result | সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া ফল চালসার স্নেহার

0
চালসা: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় (CBSE Class 10th Result) ভালো ফল করে তাক লাগাল জলপাইগুড়ির (Jalpaiguri) চালসার স্নেহা কুমারী গুপ্তা। সে মালবাজার সিজার স্কুলের...

Buxa Tiger Reserve | চড়া রোদে পাহাড়ি নদী, ঝোরা শুকিয়ে কাঠ, ট্যাংকার থেকে জল...

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের তেষ্টা মেটাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে বন দপ্তর। বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve) এলাকায় প্রায় ৩০টি কৃত্রিম জলাধার (Artificial...

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

0
জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই বিপর্যয় ঘটে। রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে...

Most Popular