Friday, July 5, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবন্যদের ভেসে যাওয়া রুখতে তৎপরতা বন দপ্তরের

বন্যদের ভেসে যাওয়া রুখতে তৎপরতা বন দপ্তরের

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: ভরা বর্ষায় নদী পারাপার করতে গিয়ে একাধিকবার হস্তীশাবক সহ বিভিন্ন বন্যপ্রাণী ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে উত্তরের বিভিন্ন বনাঞ্চলে। গত কয়েক বছরে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় নদী, ক্যানাল থেকে বেশ কয়েকটি হস্তী, হরিণশাবক উদ্ধারও করেছে বন দপ্তর। তাই বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য এবার নদীগুলোতে বিশেষ নজরদারি চালাবে বন দপ্তর।

উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘বর্ষার মরশুমে বন দপ্তরের  প্রতিটি রেঞ্জ বিশেষ করে স্কোয়াডগুলোকে সতর্ক করা হয়েছে প্রতি মুহূর্তে নজরদারি চালানোর জন্য। যে এলাকায় নদী রয়েছে, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ নদী সংলগ্ন বিভিন্ন জায়গার পাশাপাশি গরুমারা জঙ্গলের ভেতরে মূর্তি ও জলঢাকা নদী ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নজরদারি শুরু হয়েছে, নদীঘেঁষা এলাকায় কুনকি হাতিদেরও কাজে লাগানো হচ্ছে।

বেশ কয়েকবছর আগে তিস্তা নদী পার করতে গিয়ে গজলডোবার কাছে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল পঁাচটি হাতির। এরপরও একাধিকবার হাতি মাঝ নদীতে আটকে পড়ার ঘটনা সামনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ও রাজগঞ্জ ব্লকের মাঝে তিস্তার চরে হাতির উপস্থিতি রয়েছে। গত দেড় মাসের বেশি সময় ধরে ছোট শাবক নিয়ে শতাধিক হাতি প্রতিদিনই ভরা তিস্তা পেরিয়ে এক প্রান্ত থেকে অপর  প্রান্তে যাওয়া-আসা করছে।  তিস্তার পাশাপাশি গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গল সংলগ্ন  মূর্তি, জলঢাকা, নেওড়া, ডায়না সহ বিভিন্ন নদী পারাপার করে হাতি, হরিণ, বাইসন, গন্ডার সহ বন্যরা। দু’বছর আগে চাপড়ামারি ও পানঝোরার কাছে মূর্তি নদীতে একটি হস্তীশাবক ভেসে এসেছিল। সেটি উদ্ধার করে বন দপ্তর। ডুয়ার্সের বিশিষ্ট পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদারের কথায়, ‘জঙ্গলের ভেতরে বন দপ্তরের নজরদারির পাশাপাশি নদী সংলগ্ন এলাকাগুলোয় জলপথে নজরদারির ব্যবস্থা ভীষণ দরকার ছিল।’

ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, ‘হাতি বুদ্ধিমান প্রাণী তবে স্বাভাবিকভাবে নদী পারাপারের ক্ষেত্রে ঝুঁকি থাকে। জলস্তর বাড়লে কিংবা স্রোত বেড়ে গেলে অনেক ক্ষেত্রে হাতিদের সমস্যা হয়ে দাঁড়ায়। নদী এলাকায় বন দপ্তর নজরদারি চালালে ভালোই হবে।’

বিশিষ্ট হাতি বিশারদ পার্বতী বড়ুয়া বলেন, ‘প্রবল জলস্রোতে মানুষের পাশাপাশি বন্যদেরও বিপদের সম্ভাবনা থাকে৷ এরকম বেশ কিছু ঘটনার সাক্ষী তিনি ছিলেন। বেশ কয়েকটি হস্তীশাবক এই ঘটনায় মারাও গিয়েছে। তবে হাতি খুব বুদ্ধির পরিচয় দিয়েই নদী পারাপার করে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bolpur fire | বগটুইয়ের ছায়া বোলপুরে, হত্যার ষড়যন্ত্র! আগুনে পুড়ে মৃত্যু মা ও শিশুর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বগটুইয়ের ছায়া বোলপুরে (Bolpur fire)! আগুনে পুড়ে মৃত্যু হল মা ও ছেলের। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে...
house-of-ranjan-shil-sharma-at-gajoldoba

Govt Land Encroachment | সরকারি জমি এখনও রঞ্জনের হাতে, বাগানবাড়ি নিয়ে প্রশ্ন

0
শুভঙ্কর চক্রবর্তী, গজলডোবা: প্রায় দশ বিঘা জমির উপর পাথর দিয়ে পাড় বাঁধানো বিশাল জলাশয়। সুইমিং পুলের আদলে তাতে বসানো হয়েছে জল ভরা ও বের...

ক্রমেই পালটে যাচ্ছে রাজ্যপালের সংজ্ঞা

0
জয়ন্ত ঘোষাল রাজ্যপাল নিয়ে যখনই আমি কিছু লিখি, তখনই আমার সাংবাদিক জীবনের একটি পুরোনো ঘটনা মনে পড়ে যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তখন বীরেন শা। লালকৃষ্ণ আদবানি...

রাজশেখর, ত্রৈলোক্যনাথ ও ভোলেবাবা

0
অজিত ঘোষ রস সাহিত্যিক রাজশেখর বসুর ছোটগল্প, ‘বিরিঞ্চিবাবা’ অবলম্বনে সত্যজিৎ রায় দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন৷ প্রথমটি ‘কাপুরুষ’, দ্বিতীয়টি ‘মহাপুরুষ৷’ ধর্মের প্রতি...

Leopard Caged | চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে বাসিন্দারা

0
মেটেলি: চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard Caged)। বৃহস্পতিবার রাতে মেটেলি চা বাগানের ছোটাকোঠি লাইনের ২২ নম্বর সেকশনে বন দপ্তরের বসানো খাঁচায়...

Most Popular