Exclusive

Mamata Banerjee | মমতার সমর্থনে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, নাগরাকাটায় শুরু হল প্রচার

নাগরাকাটা: কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। আদিবাসী বন্ধু বলে গোটা দেশে যদি একজনও নেতা-নেত্রী থাকেন তবে সেটা দিদিই। তাই এবার লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। ইতিমধ্যে জোরকদমে সংগঠনের তরফে প্রচারও শুরু হয়েছে। এর জন্য এপ্রিলের গোড়াতে ডুয়ার্সে আসছেন পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকি। তিনি বলেন, ‘বিকাশ পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। তবে দিদি আদিবাসীদের যা দিয়েছেন তা এককথায় ঐতিহাসিক। এজন্য তাঁকে সমর্থন ছাড়া অন্য কিছু আমাদের ভাবনাতেই নেই।’

সম্প্রতি কলকাতায় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির বৈঠকে সংগঠনের শীর্ষ নেতারা দিদির হয়ে সাওয়াল করেন বলে জানা গিয়েছে। এরপরই সংগঠনের তরফে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের পর বিকাশ পরিষদে ভাঙন ধরলে সেসময় থেকে সংগঠনটির পাশে রয়েছেন মমতা। যদিও পরিষদের আক্ষেপ গোর্খাল্যান্ড বিরোধী আন্দোলনে নেমে ডুয়ার্স তরাইয়ের বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষের নামে বিভিন্ন থানায় সেসময় মামলা দায়ের হয়। সেগুলি এখনও রাজ্যের তরফে প্রত্যাহার করা হয়নি। বিরসার কথায়, ‘গোর্খা সম্প্রদায়দের মামলাগুলি তুলে নেওয়া হয়। আদিবাসীদের মামলাগুলিও দিদি প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। তাঁর কোনও দোষ নেই। আমলাতান্ত্রিক জটিলতায় কাজটি এখনও এগোয়নি। নির্বাচনের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর পদক্ষেপ করুক এটাই আমরা চাই।’

সংগঠনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর দিদি তাঁদের করমপুজো, হুল দিবস, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর ছুটি দিয়েছেন। বাড়ি বানানোর টাকা সমেত চা শ্রমিকদের জমির পাট্টা মিলেছে। আদিবাসীদের জয় জোহর পেনশন দিয়েছেন।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল…

20 mins ago

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

47 mins ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

1 hour ago

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

1 hour ago

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

2 hours ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

2 hours ago

This website uses cookies.