রাজ্য

Alipurduar | রেলস্টেশন থেকে উদ্ধার বহুমূল্য ‘আফ্রিকান বীজ’, ব্যবহার ঘিরে ধন্দ

আলিপুরদুয়ার: বস্তার ভেতর গোল গোল কালচে বীজ। সেই বীজ ঠিক কী কাজে লাগে, সে বিষয়টা কিন্তু পুলিশ বা কাস্টমসের কাছেও স্পষ্ট নয়। আধিকারিকরা শুধু বলতে পারছেন, এই বীজের নাম ইনটাডা রাহেদি। যা মূলত পাওয়া যায় আফ্রিকায়। এক ধরনের গাছের বীজ। মঙ্গলবার নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ২১টি বস্তায় ৪৭ কেজি করে প্রায় ৯৮৭ কেজি সেই বীজ বাজেয়াপ্ত করা হয়েছে।

আলিপুরদুয়ার (Alipurduar) শহরের স্টেশনগুলি থেকে এর আগে কখনও আফিমের বীজ, কখনও আবার বার্মার সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই ইনটাডা রাহেদি বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম। বলছেন আধিকারিকরাই।

ওই বীজের প্রতি কেজির দাম তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা। সেই হিসেবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দাম হওয়ার কথা বাজেয়াপ্ত করা বীজের। এই বীজ নেশাজাতীয় সামগ্রী তৈরির কাজে লাগে কি না, অথবা কোনও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় কি না, তা জানতে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে কাস্টমসের কর্তারা জানিয়েছেন।

আলিপুরদুয়ার আরপিএফ ইনস্পেকটর ওজি ব্রহ্ম বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে সেই বীজ বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার সেগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে।’

সূত্রের খবর, এর পিছনে আন্তর্জাতিক পাচারচক্রের যোগাযোগ রয়েছে। মায়ানমার থেকে নাগাল্যান্ড ও  ডিমাপুর হয়ে বিহারের  পাটনা এলাকায় যাওয়ার কথা ছিল সেই বীজবোঝাই বস্তাগুলির। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এবং সিআইবি (ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) যৌথভাবে অভিযান চালায়। আর তারপরেই সোমবার রাতে নিউ আলিপুরদুয়ার স্টেশনে ডিব্রুগড়-রাজেন্দ্রনগর এক্সপ্রেস থেকে সেই বীজের বস্তা বাজেয়াপ্ত করা হয়।

তদন্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে, মায়ানমার সীমান্ত অতিক্রম করে বীজগুলি ভারতে আনা হলেও ডিমাপুর থেকে ট্রেনে বুক হওয়ার সময় বিষয়টি নজরে আসে। ভুয়ো নামে বুক হওয়ার খবর জানতে পারার পর কড়া নজরদারি শুরু হয়। রাত প্রায় পৌনে ১২টা নাগাদ নিউ আলিপুরদুয়ার স্টেশনে ডিব্রুগড় রাজেন্দ্রনগর এক্সপ্রেসের স্টপ ছিল। তবে তার আগেই সিআইবি এবং আরপিএফের বিশেষ টিম তৈরি ছিল। নির্দিষ্ট কামরায় হানা দিয়ে মেলে সাফল্য।

সূত্রের খবর, এই বীজ দিয়ে জন্ডিস, দাঁতের ব্যথা বা আলসারের ওষুধ তৈরি করা হয়। তবে মাদকের উপকরণ হিসেবে এর ব্যবহারের বিষয়টি ল্যাব-রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে, বলছেন আধিকারিকরা।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Siliguri | নিট ও নেট বিতর্কে তোলপাড়, বিক্ষোভে এবিভিপি, পুড়ল কুশপুতুল

শিলিগুড়ি: নিট (NEET) ও নেট (NET) পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে পথে নামল অখিল…

9 hours ago

Delhi Water Crisis | জলসংকট মেটানোর দাবিতে বিক্ষোভ বিজেপির, ছত্রভঙ্গ করতে ছোড়া হল জলকামান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির জলসংকট (Delhi Water Crisis) সমাধানের দাবিতে সরব বিজেপি। শনিবার এই…

9 hours ago

Suraj Revanna | মিথ্যে যৌন হেনস্তার মামলায় ফাঁসানোর হুমকি! পুলিশের দারস্থ প্রজ্জ্বলের ভাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে (Sex scandal) ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন জেডিএসের বহিষ্কৃত সাংসদ তথা…

9 hours ago

কাঁঠালের বীজেও থাকে অনেক গুণ, খেলে কী কী উপকার পাবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকালে আম, লিচুর পাশাপাশি কাঁঠালের চাহিদা বেড়ে যায়। অনেকেই এই ফল…

9 hours ago

Boy Drowns | বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ

করণদিঘি: বন্ধুদের সঙ্গে নাগর নদীতে (Nagar River) স্নান করতে নেমে তলিয়ে গেল ১৯ বছরের এক…

10 hours ago

কর্মরত অবস্থায় মৃত্যু শ্রমিকের, ক্ষতিপূরণ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বচসা কর্মীদের

শিলিগুড়ি: কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক শ্রমিকের। সেই মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে শনিবার হুলুস্থুলু কাণ্ড…

10 hours ago

This website uses cookies.