Tuesday, May 21, 2024
HomeBreaking Newsচন্দ্রবিজয়ের পর এবার সূর্যে নজর ইসরোর, শনিবার মহাকাশে পাড়ি দিচ্ছে আদিত্য এল-১

চন্দ্রবিজয়ের পর এবার সূর্যে নজর ইসরোর, শনিবার মহাকাশে পাড়ি দিচ্ছে আদিত্য এল-১

নিউজ ব্যুরো: চন্দ্রযান-৩ মিশন সফল। চন্দ্রবিজয়ের পর এবার সূর্যে নজর ইসরোর। ২ সেপ্টেম্বর সূর্যের দিকে উড়ে যাবে ইসরোর আদিত্য এল-১। সূর্যের ওপর নজরদারি চালাতে এটিই ভারতের প্রথম অভিযান। চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল অবতরণের পর এবার আদিত্য এল-১ নিয়েও আশায় বুক বাঁধছে দেশবাসী।

সূর্যের উপরিভাগের বায়ুমণ্ডলীয় (ক্রোমোস্ফিয়ার ও করোনা) গতিবিদ্যা, আংশিকভাবে আয়নিত প্লাজমা এবং ক্রোমোস্ফিয়ারিক ও করোনাল তাপমাত্রা, সৌর কণার গতিবিদ্যা, সৌর করোনার পদার্থবিদ্যা ও এর গরম হওয়ার প্রক্রিয়া, করোনা এবং করোনার লুপ প্লাজমার তাপমাত্রা, বেগ, ঘনত্ব, সৌর বিস্ফোরণ, সৌর বায়ুর উৎস সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করাই আদিত্য এল-১ মিশনের মূল উদ্দেশ্য।

চন্দ্রযানের থেকে প্রায় পাঁচগুণ বেশি পথ পাড়ি দেবে আদিত্য এল-১। এল-১ এর অর্থ ল্যাগ্রাঞ্জ পয়েন্ট-১। প্রায় ১৪০ দিনের যাত্রাপথের শেষে কার্যত একটি শূন্যস্থানে মহাকাশযানটিকে স্থাপন কবেন ইসরোর বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, ২৩ অগাস্ট, বুধবার ঠিক সন্ধ্যা ৬টা ৪মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর কাছে যে অংশে বিক্রম অবতরণ করেছে, আগে অন্য কোনও দেশ সেখানে পৌঁছোতে পারেনি। ২৪ অগাস্ট ভোরে ল্যান্ডার থেকে নেমেছিল রোভার প্রজ্ঞান। তার পর থেকেই এই যান চাঁদে অনুসন্ধান চালাচ্ছে।

চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যেই মিলেছে অক্সিজেনের অস্তিত্ব। মঙ্গলবার সন্ধ্যায় এক্স (টুইটার) হ্যান্ডলে এই খবর জানায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো বলেছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অক্সিজেনের পাশাপাশি সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকনের অস্তিত্বও মিলেছে। রোভার প্রজ্ঞান এটা নিশ্চিত করেছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, এবার চাঁদে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান। চাঁদে ওই সমস্ত ধাতুর অস্তিত্ব এবং বিশেষ করে অক্সিজেনের হদিস মেলায় তা মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নয়া দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

চন্দ্রযানের সাফল্যে ভর করে এবার সূর্যদেবকেও ‘নজরবন্দি’ করে ফেলতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা। আর তাতে সফল হলে যে ভারত মহাকাশ গবেষণায় আরও একধাপ এগিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়ায়। শপিংমল সংলগ্ন রেল সেতুর নিচের ঝোপঝাড়ে ওই দেহ উদ্ধার হয়েছে। দেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ...

Maynaguri | গাছ থেকে উদ্ধার নাবালক-নাবালিকার ঝুলন্ত দেহ, ময়নাগুড়িতে চাঞ্চল্য

0
ময়নাগুড়ি: গাছ থেকে উদ্ধার হল নাবালক ও নাবালিকার ঝুলন্ত দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকের বাড়ি ওই...

Sikkim | বর্ষা নিয়ে সতর্ক সিকিম, পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে, তা এখনও অনিশ্চিত। তবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় জুন মাসেই বর্ষার আগমন নিয়ে আশাবাদী সিকিম। আর বর্ষা শুরু...

রামের ভোট বামে ফেরা নিয়ে প্রশ্ন

0
  আশিস ঘোষ বামের ভোট গিয়েছিল রামে। এবার রামের সেই ভোট ফিরে আসছে বামে। ভোটের বাজারে মোটামুটি এমনই একটা থিয়োরি বেশ চলছে। মর্মার্থ, বামের...

কন্যাসন্তানের লাঞ্ছনা প্রাপ্য নয় আর

0
  অভিজিৎ পাল সাতসকালেই সংবাদপত্রের পাতায় দেখি ‘দুঃস্বপ্ন’! কে বা কারা এক শিশুকন্যাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গিয়েছে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। শিলিগুড়ি মানে তো এখন...

Most Popular