উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তলব পেয়েই নির্ধারিত সময়ের আগেই এজলাসে পৌঁছলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বুধবার বিকেল ৫টার মধ্যে মলয় ঘটককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিজের এজলাসে তাঁকে দেখে বিচারপতি জানালেন, আইনমন্ত্রী আদালতে হাজিরা দেওয়ায় তিনি খুবই খুশি হয়েছেন।
এদিন আদালতকে আইনমন্ত্রী বলেন, ‘আমি চারদিন হাসপাতালে ছিলাম। চিকিৎসক ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছিলেন। দুই দিন অতিরিক্ত সময় দিন। শুক্রবার আমি আসানসোল যাচ্ছি। তারপর যাব দিল্লি। তাই যত দ্রুত সম্ভব ফাইল ছেড়ে দেব।’ এরপরেই বিচারপতিকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন মলয়, ঠিক সেই সময় বিচারপতি বলেন, ‘অন্য ভাবে নেবেন না। খারাপ ভাবেন না। আপনি কোর্টে এসেছেন, আমি খুব খুশি। আপনি আপনার আদালতে এসেছেন।’
আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল নিয়ে তথ্য জানতেই আইন মন্ত্রীকে তলব করা হয়। আদালত সুত্রে জানা যায়, এদিন জুডিশিয়াল সেক্রেটারি আদালতকে জানান, ২৫ অগাস্ট থেকে তাঁর ফাইল আটকে রয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ঘরে। এই কথা শোনার পর রাজ্যের আইনমন্ত্রীকে বুধবার বিকেল ৫ টার মধ্যে এজলাসে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনমন্ত্রীকে আদালতে ডাকা হয় সিবিআই স্পেশাল কোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এক সিদ্ধান্তের কারণে। তিনি কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। যেই নির্দেশ নিয়েই প্রশ্ন উঠেছে।