মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিত পাওয়ারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। জানা গিয়েছে, অনুগামীদের নিয়ে বিজেপি ও শিবসেনার শিণ্ডে শিবিরে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়াও হয়ে গিয়েছে অজিতের।

অজিতের সঙ্গে শিণ্ডে শিবিরে যোগ দিয়েছেন দীর্ঘদিনের নেতা ছগন ভুজবল, প্রফুল প্যাটেল সহ ৯ বিধায়ক। রবিবারই নিজের বাসভবনে অনুগামী বিধায়কদের একাংশকে নিয়ে বৈঠকে বসেন অজিত পওয়ার। সেই বৈঠকেই ঠিক হয় মহারাষ্ট্র সরকারে যোগ দেন তাঁরা। আপাতত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গেই উপমুখ্যমন্ত্রী পদ সামালাবেন অজিত পাওয়ার।

২০১৯ সালেও এনসিপি ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পাওয়ার। তবে বিজেপির সেই সরকার তিনদিনও টেকেনি। পরে আবার এনসিপিতেই প্রত্যাবর্তন করেন অজিত। জানা গিয়েছে, মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট বিধায়ক ৫৩ জন। এদের মধ্যে অন্তত ৪০ জন অজিত পাওয়ারের সঙ্গেই রয়েছেন। রবিবার অজিতের ডাকা বৈঠকেও ৩০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। এদিকে, গোটা বিষয়টি নিয়ে শরদ পাওয়ার বলেন, ‘এই বৈঠক সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে বিরোধী দলনেতা হিসবে উনি যে কোনও সময় বৈঠক ডাকতেই পারেন। প্রায়শই তিনি তা করে থাকেন। তবে এই বিষয় সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই।’

এসিপির বিদ্রোহী বিধায়কদের যুক্তি, দলে একনায়কতন্ত্র চালাচ্ছিলেন শরদ পাওয়ার। পাটনায় বিরোধী বৈঠকে যোগদানের আগেও সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই এর প্রতিবাদে তাঁরা বিজেপি-শিণ্ডে শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে, মহারাষ্ট্রের এক মন্ত্রী জানান, গোটা এনসিপি পার্টিটাই বিজেপি-শিণ্ডে শিবিরে যোগ দেবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Sukanta Majumdar | ‘আপাতত এটাই বঙ্গ বিজেপির দপ্তর’, সুকান্তর বাড়িতে ফুলের তোড়া হাতে শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে বাংলার বিজেপি সাংসদদের ভুমিকা...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...

Tulsi Gabbard | মার্কিন গোয়েন্দা উপদেষ্টাকে মহাকুম্ভের জল উপহার মোদির, পালটা পেলেন রুদ্রাক্ষের মালা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে...