জাতীয়

‘অখণ্ড ভারত’ মুরাল চিত্র নিয়ে সরব বিরোধীরা, ক্ষুব্ধ নেপাল-পাকিস্তানও

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ নয়া সংসদ ভবনে স্থাপিত মোদি সরকারের ‘অখণ্ড ভারত’ মুরাল চিত্র নিয়ে ক্রমে উত্তাপ ছড়াচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে এদিন এ নিয়েও মুচলেকা দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, ‘অখন্ড ভারতের’ এই মানচিত্র দেখে একদিকে বিরোধীরাও যেমন রে রে করে তেড়ে এসেছে, ঠিক তেমনই ভারতকে সরাসরি টার্গেট করেছে নেপাল ও পাকিস্তান।

বিরোধীদের দাবি, আসলে মানচিত্রটি হল আরএসএসের ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর এজেন্ডা। এদিকে বিতর্কিত মানচিত্র নিয়ে তোপ দেগেছে নেপাল। মানচিত্রে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী ও কপিলাবস্তুকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। নেপাল মারাত্মক ক্ষুব্ধ ঠিক এখানেই। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও বাবুরাম ভট্টরাই রীতিমত হুঁশিয়ারি দিচ্ছেন। ভারতের এমন পদক্ষেপে এবার নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

অন্যদিকে রাগে ফুঁসে উঠেছে পাকিস্তানও। পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সেখানে ভারতের অংশভূত। ইসলামাবাদে এই নিয়ে প্রতিবাদও হয়েছে। পাক সরকারের বিভিন্ন প্রতিনিধি ছুঁড়ে দিচ্ছেন হুঁশিয়ারি। তবে এ বিষয়ে ঐতিহাসিক মহলের দাবি, এটা এখনকার কোন পরিকল্পনা নয়। আসলে সংসদ ভবনে থাকা এই মানচিত্র সম্রাট অশোকের রাজত্বকালে ভারতের মানচিত্র। শুক্রবার সেই তত্ত্বই শোনা গেল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কণ্ঠে।

মুখপাত্র অরিন্দম বাগচি এদিন জানিয়েছেন, ‘সম্রাট অশোকের শাসনাধীন ভারতবর্ষের চিত্র এটি। এর উপর পালি ও খরোষ্ঠী ভাষায় লেখা সুশাসন কী ভাবে সম্ভব! এ নিয়ে অযথা বিতর্ক হওয়া উচিত নয়।’ তিনি এও বলেন, পাকিস্তানে এ নিয়ে কোথায় কী প্রতিবাদ হচ্ছে তা কেন্দ্র সরকারের অজ্ঞাত, তবে এ মুহূর্তে ভারত সফরে আসা নেপাল প্রধানমন্ত্রী পুস্পকমল দহল ‘প্রচন্ডে’র সঙ্গে এ নিয়ে ভারত সরকারের কোনো আলোচনা হয়নি। উল্লেখ্য, আরএসএসের ‘অখণ্ড ভারত’ এবং সনাতন ধর্মগুরুদের ‘হিন্দু রাষ্ট্র’ তথা সেই রাষ্ট্রের প্রস্তাবিত নতুন সংবিধান, খসড়া, মুসলমান ও খ্রিষ্টানদের ভোটাধিকার না থাকার মতো বিষয়ে ক্ষমতাসীন বিজেপির শীর্ষনেতারা আশ্চর্যজনকভাবে নীরব। কেন্দ্রীয় বা রাজ্য পর্যায়ের কোনো নেতাই মোহন ভাগবত বা প্রহ্লাদ জোশির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি। হায়দরাবাদের আইমিম নেতা ও সাংসদ আসাউদ্দিন ওয়েইসি অবশ্য টিপ্পনী কেটে বলেছেন, ‘আগে চীন ও পাকিস্তানের কবজা থেকে জমি উদ্ধার করে দেখাক সরকার, তার পর না হয় অখণ্ড ভারতের কথা ভাবা যাবে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ

রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন…

1 hour ago

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে ডেকে নিলেন সৌরভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার…

2 hours ago

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের…

3 hours ago

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ

দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস…

3 hours ago

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন…

3 hours ago

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা…

3 hours ago

This website uses cookies.