রাজ্য

Alipurduar | নির্দেশিকাকে অমান্য করেই আলিপুরদুয়ারে দেদার বিকোচ্ছে মিষ্টি, ক্ষুব্ধ গ্রাহকরা

আলিপুরদুয়ার: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-র তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছিল, বাধ্যতামূলকভাবে ‘বেস্ট বিফোর’ কিংবা ‘এক্সপায়ারি ডেট’ (Expiry date) লিখতে হবে সমস্ত মিষ্টির ক্ষেত্রে। কিন্তু সেই নির্দেশিকা কি পালন করা হয়? আলিপুরদুয়ার (Alipurduar) শহরের প্রায় বেশিরভাগ মিষ্টির দোকানই এই নির্দেশিকাকে এড়িয়ে গিয়েছে। কোনও দোকানেরই মিষ্টির ট্রে’র সামনে ‘বেস্ট বিফোর’ লেখাটি দেখা যায় না। তাই ঠিক কবে মিষ্টি তৈরি হয়েছে আর কতদিন পর্যন্ত তা খাওয়া যাবে সেটা স্পষ্ট নয় গ্রাহকদের কাছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন শহরবাসী।

এর আগেও বিরিয়ানির দোকান, মিষ্টির দোকান এবং বিভিন্ন হোটেলে আচমকা হানা দিয়েছেন মহকুমা শাসক বিপ্লব সরকার। এবার এমনই এক অভিযান হোক, চাইছেন শহরবাসী। মিষ্টির ট্রেতে এক্সপায়ারি ডেট নেই, নির্দেশিকাকে অমান্য করা হচ্ছে, এতে ক্ষুব্ধ গ্রাহকরা চাইছেন মহকুমা শাসকের হস্তক্ষেপ। কিন্তু কেন এই নির্দেশিকা অমান্য করা হচ্ছে? এনিয়ে মিষ্টি ব্যবসায়ীদের সাফাই, গ্রাহকরা জানতে চাইলে মুখেই বলে দেওয়া হয়।

মহকুমা শাসককে এবিষয়ে জানানো হলে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। মিষ্টির দোকানে অনিয়ম দেখলে ব্যবস্থা নেওয়া হবে।’

শহরের এক মিষ্টির দোকানের ম্যানেজার মনোতোষ দাস বলেন, ‘চার্ট বা ট্রে’র মধ্যে লিখে রাখা না থাকলেও গ্রাহকরা মিষ্টি কেনার সময় কবে তৈরি তা জানতে চাইলে মৌখিকভাবেই তারিখ বলে দেওয়া হয় বা কতক্ষণ পর্যন্ত মিষ্টি রাখা যাবে বলে দেওয়া হয়। আপাতত কোনও সমস্যা হচ্ছে না।’ মিষ্টি কিনতে এসেছিলেন মৌমিতা সরকার। তিনি বলেন, ‘মিষ্টি এমন একটি জিনিস যা ছোট থেকে বড়, সকলের কাছেই খুব প্রিয়। তাই কোন মিষ্টি কবে তৈরি হয়েছে বা কতদিনের আগে খাওয়া যেতে পারে জানা থাকলে সুবিধে হয় মিষ্টি কিনতে।’

একই বক্তব্য দীপক দাসেরও। তিনি জানান, মিষ্টির দোকানে এসে বোঝা যায় না, কোনটা টাটকা, কোনটা বাসি। তাই অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। অন্য সামগ্রীর মতো মিষ্টিতেও এক্সপায়ারি ডেট থাকা উচিত।

মিষ্টি ব্যবসায়ীদের অবশ্য দাবি, সময়ের অভাবে এক এক করে তারিখ না লেখা থাকলেও টাটকা মিষ্টিই দেওয়া হয়ে থাকে। ব্যবসায়ী দীপক ঘোষ বলেন, ‘একটি মিষ্টি কতটা সময় সঠিক থাকতে পারে সেই বিষয়ে ধারণা হয়ে গিয়েছে। তাই এখন আর লিখে রাখার প্রয়োজন পড়ে না।’

আলিপুরদুয়ার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক পালের কথায়, ‘নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন মিষ্টির দোকানে ট্রে’র সামনে এক্সপায়ারি ডেট লিখে রাখার কথা বললেও অনেক মিষ্টির দোকানে এই ব্যবস্থা নেই এখনও পর্যন্ত। তবে কোনও কোনও দোকানে চার্টের মাধ্যমে বিভিন্ন মিষ্টির নামের পাশাপাশি এক্সপায়ারি ডেট লিখে রাখা হয়। সময়ের অভাবে আবার সেই চার্টগুলি আপডেট করা হয় না।’

তিনি জানান, দুধ চমচম, রসমালাই, মালাই চপের মেয়াদ ৮ ঘণ্টা, রসগোল্লা ২৪ ঘণ্টা, শুকনো মিষ্টি ৩৬ ঘণ্টা পর্যন্ত ঠিক থাকতে পারে। অন্যদিকে এবিষয়ে ফুড সেফটি অফিসার মিমি অধিকারী বলেন, এখনও কিছু বলা যাচ্ছে না। যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে শারীরিক সম্পর্ক করতে জোর করেছিল শাশুড়ি। আর তাতেই আপত্তি করায়…

10 mins ago

নাটক না লিখেও রঙ্গমঞ্চ মাতিয়েছিলেন বঙ্কিমচন্দ্র

অমিত্রসূদন ভট্টাচার্য বিনোদিনী দাসী লিখেছিলেন, ‘বঙ্কিমবাবু মহাশয় নিজে বলিয়াছিলেন যে- আমি মনোরমার চিত্র পুস্তকেই লিখিয়াছিলাম,…

23 mins ago

দেহত্যাগের আগে এখন পদত্যাগ নয়

আশিস ঘোষ নৈতিকতা। ছোট্ট কিন্তু প্রচণ্ড ভারী একটা শব্দ। এ যুগে অতি বিরল। খুঁজেপেতে বের…

35 mins ago

Inzamam-ul-Haq’s bizarre claim | আর্শদীপের বিরুদ্ধে বল বিকৃতির উদ্ভট অভিযোগ ইনজামামের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। কানাডা, আয়ারল্যান্ডের…

43 mins ago

Neora Valley National Park | নেওড়াভ্যালিকে গুরুত্ব দিতে নতুন অফিস লাভায়

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: কালিম্পং পাহাড়ের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানকে (Neora Valley National Park) বাড়তি গুরুত্ব দিতে…

44 mins ago

Child Trafficking | বাজারের ব্যাগে শিশুকে নিয়ে ট্রেনে উঠলেন মহিলা! তুলকালাম কাণ্ড স্টেশন চত্বরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল: বুধবার সকালে হুলুস্থুল কাণ্ড স্টেশন চত্বরে। চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল ব্যাগবন্দি…

45 mins ago

This website uses cookies.