Exclusive

Winter Pollution | শীতের পাশাপাশি দাপট দূষণেরও, ভিড় বাড়ছে চিকিৎসকদের চেম্বারে

শিলিগুড়ি: কেউ টিকিটের লাইনে দাঁড়িয়ে ক্রমাগত হাঁচি দিয়ে যাচ্ছেন, নাক ঝাড়তে ঝাড়তে অনেেকই আবার রুমাল ভিজিয়ে ফেলেছেন। কিন্তু প্রতিবাদ করছেন না কেউই। কেননা, তাঁদেরও পরিস্থিতিও একই। প্রত্যেকেই জ্বর-সর্দি-কাশিতে (Fever-cold-cough) আক্রান্ত। হঠাৎ জাঁকিয়ে শীতের জন্য যে এমন পরিস্থিতি, বলছেন চিকিৎসকরা। ‘গোদের ওপর বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে দূষণ। শীত-কুয়াশার দাপটে মাত্রাতিরিক্ত দূষণে (Pollution) শ্বাসকষ্টে কার্যত নাজেহাল শহরবাসী। যার জন্য সরকারি হাসপাতাল (Government Hospital) তো বটেই, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারেও নেহাত রোগীর ভিড়টা কম হচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে কবে, জানতে চাইছেন খোদ চিকিৎসকরাই। কষ্ট থেকে রেহাই পেতে তাঁরা দিচ্ছেন বিশেষ টিপস বা পরামর্শ।

বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ শিলিগুড়ির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২.৫ পিএম (পার্টিকুলার ম্যাটার) প্রতি বর্গ কিউবিকে ২৯৮.৮। রাত ৭টায় ২৮৪.২। অর্থাৎ, দিন এবং রাতের মধ্যে দূষণের ক্ষেত্রে তেমন কোনও পার্থক্য নেই। শীতের প্রকোপে বায়ুস্তর নেমে যাওয়ায় দূষণ মাত্রার ক্ষেত্রে যে তেমন পরিবর্তন ঘটছে না, বলছেন আবহবিদরা। কিন্তু এর ফলে যে সূক্ষ্ম কিছু ধাতব পদার্থ মানুষের ফুসফুসে বাসা বেধে তাঁকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, টের পাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে সাতসকালে বা রাতে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন অধিকাংশ চিকিৎসক। বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট তপন দাস বৈরাগ্যের কথায়, ‘অত্যন্ত প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক ব্যবহার খুবই দরকার। নাহলে ফুসফুসের ক্ষতি হতে পারে।’ করোনাকালে মাস্ক ব্যবহারের জন্য শ্বাসকষ্টে (shortness of breath) আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কম ছিল বলে তাঁর বক্তব্য।

দূষণের জন্য যেমন বেড়েছে শ্বাসকষ্ট, তেমনই জাঁকিয়ে শীত পড়ায় জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মূলত বয়স্ক এবং শিশুরা বেশি সমস্যায় পড়ছেন। অনেক রোগীর ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ শ্রেয়সী সেন বলছেন, ‘সর্দিকাশি দেখা দিলেও সাধারণত এই সময় জ্বর দেখা যায় না। কিন্তু এবছর জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। তাই শিশুদের প্রতি নজর দেওয়া প্রয়োজন।’ হঠাৎ ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনে অনেকেই পেটের রোগে আক্রান্ত হচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ সঞ্জিতকুমার তেওয়ারি বলছেন, ‘জ্বর-সর্দি-কাশি তো রয়েইছে, সঙ্গে অনেক শিশুই পেটের রোগে আক্রান্ত হয়ে বমি করছে। তাই এসময় শিশুদের সাবধানে রাখা উচিত।’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

PBU | লাটে উঠেছে পিবিইউ-এর প্রশাসনিক কাজ, রেজিস্ট্রারের দপ্তর সিল

দেবদর্শন চন্দ, কোচবিহার: ভারপ্রাপ্ত উপাচার্য নিখিলচন্দ্র রায় রেজিস্ট্রার বদলে দিয়েছেন। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন…

15 mins ago

Recruitment Case | পুকুরে মোবাইল ছুড়ে পাঁচিল টপকে পালাতে গিয়েছিলেন, জামিন পেলেন তৃণমূলের সেই জীবনকৃষ্ণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna…

19 mins ago

Esha Gupta | ডিম্বাণু সংরক্ষণ করেছেন এষা গুপ্তা! সন্তানধারণের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্তানধারণের জন্য ৩০ বছর বয়স থেকে ডিম্বানু সংরক্ষণ করেছেন বলিউডের জনপ্রিয়…

26 mins ago

Alipurduar | বাজার ছেয়েছে বর্মার সুপারিতে, সীমান্ত পেরিয়ে মায়ানমার থেকে উত্তরবঙ্গে চোরাকারবার

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফালাকাটায় (Falakata) রমরমিয়ে হয় সুপারি…

27 mins ago

Bangladeshi Ilish | প্রায় দু’হাজার টাকা কেজি, স্টলে আসতে না আসতেই শেষ ইলিশ

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: কবি বলেছিলেন, নামে কী বা আসে যায়। সে কথাকেই একটু ঘুরিয়ে বলা,…

46 mins ago

CBSC Exam Result 2024 | CBSC-র দশমে নজরকাড়া ফল চিরস্মিতের, প্রাপ্ত নম্বর জানলে অবাক হবেন

মাথাভাঙ্গা: সোমবার সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সিবিএসসির মেধা তালিকা…

48 mins ago

This website uses cookies.