Sunday, May 19, 2024
HomeBreaking NewsAmit Shah | তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে ভোটব্যাংক তৈরি করেছে: অমিত শা

Amit Shah | তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে ভোটব্যাংক তৈরি করেছে: অমিত শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল (TMC) কাটমানি খেয়ে এবং অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে ভোটব্যাংক তৈরি করেছে। সোমবার বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) হয়ে দুর্গাপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটা বলেন তিনি। এদিন সিএএ-র (CAA) পক্ষে আওয়াজ তোলেন শা। তিনি বলেন, ‘যত খুশি বিরোধ করে ফেলুক তৃণমূল, হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া থেকে কেউ রুখতে পারবে না।’

সন্দেশখালি নিয়ে ফের সরব হন অমিত শা। তিনি বলেন, ‘সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা-বোনেদের উপর অত্যাচার করেছে। হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে। শাহজাহানকে জেলে দেওয়া উচিত কি উচিত না। মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নীচে মহিলাদের ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যাঁরা অত্যাচার করেছেন, তাঁদের পাতাল থেকেও খুঁজে বার করে সাজা দেওয়া হবে।’ ‘তৃণমূলের গুন্ডারা দুর্গাপুর থেকে তোলা তুলে ভাইপোকে দেয়’ বলে এদিন মন্তব্য করেন শা। কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে বিরোধীদের আক্রমণ করে শা বলেন, ‘বাম, কংগ্রেস এবং তৃণমূলের মতো দল ৩৭০ ধারা রেখে দিয়েছিল। আর সেই কারণেই সেখানে সন্ত্রাসবাদীদের রমরমা বৃদ্ধি পেয়েছিল।’ তৃণমূল এবং কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৃণমূল এবং কংগ্রেস দল রামমন্দির তৈরির পথে বাধা দিচ্ছিল। প্রাণপ্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওঁরা জাননি। ভোটব্যাংকের ভয়ে যাননি। ভোটব্যাংকের ভয়ে রামকে বহিষ্কার করেছে তৃণমূল।’ এদিন দিলীপ ঘোষের প্রশংসা করে শা বলেন, ‘দিলীপদা বড় নেতা। অনেক দিন ধরে দলের সঙ্গে রয়েছেন।’

জোড়া কর্মসূচিতে যোগ দিতে রবিবার রাতেই কলকাতায় এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুর ১২টা নাগাদ কৃষ্ণনগরের বেলডাঙা মোড় থেকে শা’র রোড শো হয়। ‘রানিমা’ অমৃতা রায়ের হয়ে প্রচারের পর দুপুরে তিনি চলে যান দুর্গাপুরে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Shops were destroyed by elephants, crops were damaged

Elephant Attack | হাতির হানায় ভাঙল দোকান ঘর, ক্ষতিগ্রস্ত ফসল

0
ফালাকাটা: হাতির হামলায়(Elephant Attack) ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার(Falakata) বংশীধরপুর, রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে ৭-৮টি হাতি জলদাপাড়া বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে। এরপর...

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

0
বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ ভেবে ভুল করতে পারেন। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার...

নতুন মডেল

0
  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন। অর্থাৎ ভুয়ো ভোটার কিংবা ভুয়ো এজেন্ট ধরেছেন। কাউকে ঘাড় ধাক্কা...

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

0
  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা। কোনও সন্দেহ নেই, এঁদের দুজনকে ভর করেই দলের হাইকমান্ড...

সবার দায় আর নেওয়া নয়

0
  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে, তা এতদিনে অনেকটাই পরিষ্কার। আর এবার বোধ হয় মুখ্যমন্ত্রী মমতা...

Most Popular