উত্তরবঙ্গ

আয় বাড়লেও বদলায়নি চেহারা, শিলিগুড়ি পার্ক নিয়ে ক্ষোভ বাড়ছে শহরে

রাহুল মজুমদার, শিলিগুড়ি: বাড়ানো হয়েছে টিকিটের দাম। কিন্তু পরিকাঠামো রয়ে গিয়েছে সেই মান্ধাতার আমলেরই। বেহাল শিলিগুড়ি পার্কের পরিষেবা নিয়ে তাই ব্যাপক ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। বন দপ্তরের পরিচালনাধীন এই পার্কটি নিয়ে বিস্তর অভিযোগ শহরবাসীর। পার্কে বাচ্চাদের খেলার সামগ্রীর যেমন দুরবস্থা, তেমনই মশার উৎপাত। সঠিক সময়ে ফোয়ারাটিও চালানো হয় না। বলতে গেলে উলটে ধমক খেতে হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় বন দপ্তরের উদ্যান এবং কানন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট বিভাগের ডিএফও বিদ্যুৎনারায়ণ দাসের বক্তব্য, ‘আসলে পার্কটা অনেকটাই ছোট, তাই নতুন করে খেলার সামগ্রী বসানো যাচ্ছে না। তবে পুরোনোগুলি শীঘ্রই বদলে ফেলা হবে।’

শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে এই পার্কটি রয়েছে। আশপাশের এলাকায় একটি মাত্র বড় পার্ক থাকায় অনেক অভিভাবকই বাচ্চাদের নিয়ে আসেন এই পার্কে। আগে পার্কের প্রবেশমূল্য ছিল ৫ টাকা এবং ১০ টাকা। ছয় বছর পর্যন্ত বাচ্চার বিনামূল্যে প্রবেশ। বছর দুয়েক আগে প্রবেশমূল্য ছয় বছরের ঊর্ধ্বে ১০ টাকা এবং বড়দের জন্য ২০ টাকা করা হয়। আগে পার্কে মাসে আয় হত ৪০ হাজার টাকার আশপাশে। জানা গিয়েছে, ফি বাড়ানোর পর সেই সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। এখন প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার মতো আয় হচ্ছে। কিন্তু এরপরেও পার্কে বাচ্চাদের  খেলার সামগ্রী ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। খেলতে গেলে বাচ্চারা ব্যথা পাচ্ছে। কখনও আবার হাত-পা কাটছে। পার্কের সৌন্দর্যায়নের জন্যে একটি ফোয়ারা তৈরি করা হয়েছিল। কিন্তু ওই ফোয়ারাও চালানো হয় না বলে অভিযোগ। এখন নাকি ছয় বছর বয়সের নীচের বাচ্চাদেরও টিকিট কাটতে বাধ্য করা হচ্ছে।

এদিনও পার্কে গিয়ে একই বিষয় দেখা গিয়েছে। একাধিক খেলার সামগ্রী ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বিকেলের পর ফোয়ারাও চালানো হয়নি। কেন ফোয়ারা চালানো হয়নি, জানতে গেলে এক অভিভাবককে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়। ডাবগ্রামের বাসিন্দা সুপ্রিয়া সাহার বক্তব্য, ‘বেশিরভাগ দিনই ফোয়ারা চালানো হয় না। খেলার সামগ্রীগুলিরও খুব খারাপ অবস্থা। বাচ্চরা জেদ করে তাই নিয়ে আসতে হয়।’

নাতিকে নিয়ে এসেছিলেন সুদেব কর্মকার। তিনিও পার্কের অবস্থা দেখে হতাশ সুরে বললেন, ‘নাতি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জেদ করছিল। পার্কের কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু যাদের জন্যে পার্ক, তাদের খেলাধুলোর সরঞ্জামের অবস্থা খুব খারাপ।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই…

14 mins ago

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)…

15 mins ago

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি…

16 mins ago

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম…

57 mins ago

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা…

1 hour ago

Sandeshkhali issue | সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali issue) বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলায় বড় ধাক্কা রাজ্য পুলিশের!…

2 hours ago

This website uses cookies.