Top News

অবৈধভাবে কয়লা খনন করতে গিয়ে ধসে চাপা পড়ল কমপক্ষে ১৫ খননকারী, উদ্ধার ৩টি নিষ্প্রাণ দেহ

ধানবাদঃ ঝাড়খণ্ডের ধানবাদের ঝরিয়ার বিসিসিএলের ভোরা ফোর প্যাচে দুর্ঘটনা। শুক্রবার সকালে অবৈধভাবে প্যাচ থেকে কয়লা খননের সময় চাল ধসে কমপক্ষে ১৫ জনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার বাসিন্দারা সবার প্রথমে সেখানে পৌঁছান। তারা প্যাচের ধ্বংসাবশেষ সরিয়ে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় পুরুষ ও মহিলা মিলিয়ে ৫ জনকে। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তিন জনের। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। মৃতদের মধ্যে একজন ২৫ বছর বয়সী এক যুবক রয়েছে। বাকি দুজনের মধ্যে এক মহিলা সহ এক শিশু কন্যা রয়েছে বলে জানা গেছে।তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, অন্যদিনের মতো শুক্রবার ভোররাত থেকে ধানবাদের ঝরিয়ার ভোরার জোড়াপোখার থানা এলাকার অন্তর্গত ভোরা ফোর প্যাচে প্রচুর মহিলা ও পুরুষ অবৈধভাবে কয়লা খননের কাজ করছিল। সেই সময় একটি পাথর খোঁড়া হতেই কয়লার চাল ধসে পড়ে। তাতে বেশ কয়েকজন চাপা পড়ে। খনির ভেতরে চাপা পড়ার খবর ছড়িয়ে পড়তে প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয়রা। ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়া লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় ৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইএসএফ ও ভোরার জোড়াপোখার থানার পুলিশ। এই ঘটনা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিআইএসএফ, স্থানীয় থানার পুলিশ ও বিসিসিএলের একাংশ আধিকারিকদের মদতে এই প্যাচে অবৈধভাবে কয়লা তোলার কাজ হয় দীর্ঘদিন ধরে। পুলিশ প্রশাসনের কাছে এই নিয়ে বারবার অভিযোগ দায়ের করা হলেও তাঁরা কোন পদক্ষেপ নেয় না।

অন্যদিকে, স্থানীয় পুলিশের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন এলাকার বাসিন্দা হরেন্দ্র যাদব। তিনি বলেন, আগে সতর্ক হলে এমন ঘটনা ঘটতো না।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে…

20 seconds ago

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল…

9 mins ago

Drug Smuggling | বাজারে রমরমা সানফ্লাওয়ার ড্রাগ, ওষুধের শিশিতে হচ্ছে পাচার!

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: নাগাল্যান্ড থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন (New Alipurduar Station) পর্যন্ত ওই ইয়াবা ট্যাবলেট…

20 mins ago

Barak Valley | ঘরে ঘরে জ্বলল ১১ প্রদীপ, ৬৩তম ভাষা শহিদ দিবসে শ্রদ্ধা জানাল বরাক উপত্যকা

শিলচর: মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলনে (Language Movement) ১৯৬১ সালের ১৯ মে শহিদ ১১ জন…

43 mins ago

Adivasi minor molested | আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

বুনিয়াদপুরঃ ধান ভাঙার মিলঘরে তেরো বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে গ্রেপ্তার…

43 mins ago

Raiganj University | ফের বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কনফারেন্স রুমে ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে অধ্যাপকের ধস্তাধস্তি

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: পিএইচডিতে সুযোগের প্রবেশিকার উত্তরপত্র মূল্যায়নের সময় ডেপুটি কন্ট্রোলার অফ এগজামিনেশনের সঙ্গে টিচার্স…

48 mins ago

This website uses cookies.