উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বেঘোরে একটা প্রাণ চলে যাওয়ার পর কার দোষ, কার দায় তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতিও। বেশ কয়েকদিন আগেই পড়ুয়ার মৃত্যু নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে শুভেন্দু অধিকারী সহ দলীয় সদস্যরা এদিন এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। সেখান থেকে পড়ুয়ার মৃত্যু নিয়ে সরাসরি শাসকদলের ওপর দায় চাপিয়ে বলেন, ‘যাদবপুরের ৩-৪টি সংগঠন নো ভোট টু বিজেপি প্রচার করেছিল। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বি-টিম’। সেই সঙ্গে বিরোধী দলনেতা ছুঁড়ে দেন একগুচ্ছ প্রশ্ন। তিনি বলেন, ‘কেন সিসিটিভি লাগানো হয়নি? কেন অভিজিৎ চক্রবর্তীকে তাড়ানো হয়েছিল? তবে এখানেই থেমে থাকেননি শুভেন্দু। পাল্টা হুঁশিয়ারির সুরে বলেন, ‘এটা যেন বাংলায় শেষ ঘটনা হয়, মঙ্গলবার এর উত্তর শিক্ষামন্ত্রীকে দিতে হবে। বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে হিসেব বুঝে নেব। এর শেষ দেখে ছাড়ব, এদের উপড়ে ফেলব, আগামীর লড়াই চলছে, চলবে। আগামীকাল মৃত পড়ুয়ার বাড়িতে যাব, সঙ্গে যাবেন ১৫ জন বিজেপির বিধায়ক। এই মামলা রাজ্যের কোনও সংস্থা নয়, কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করুক। পরিবারের অনুমতি থাকলে আইনি লড়াই লড়বে বিজেপি।’
তিনি আরও বলেন, ‘কাশ্মীর থেকে যে দল ৩৭০ ধারা তুলে দিয়েছে, সেই দল এই দেশবিরোধী দলগুলিকে তুলে ফেলে দেবে। পুলিশে কোনও আস্থা নেই, অত্যাচারীদের কঠোর সাজা চাই।’