Friday, July 5, 2024
HomeBreaking Newsসভায় আসতে দেরি! বাবুলের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন তৃণমূল কর্মী

সভায় আসতে দেরি! বাবুলের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন তৃণমূল কর্মী

নীলাংশু চক্রবর্তী, জামালদহ: রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন এক তৃণমূল কর্মী। শনিবার বিকেল ৪.৩০টা নাগাদ কোচবিহার জেলার জামালদহে পাঠাগার ক্লাবের সামনে জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। পরে পুলিশ ও দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনেই পঞ্চায়েত নির্বাচন। দলীয় প্রার্থীর সমর্থনে এদিন বিকেল ৩.৩০টা নাগাদ জামালদহে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্য বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এজন্য প্রস্তুতিও সেরে রেখেছিলেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। এদিন বাবুল জামালদহে আসেন। আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। করেন খুলি বৈঠকও। একাংশ তৃণমূল কর্মীর অভিযোগ, প্রখর তাঁরা রোদে ঠায় দাঁড়িয়ে থাকলেও সভাস্থলে মন্ত্রীর দেখা মেলেনি। সেকারণে অনেক কর্মী-সমর্থক সভাস্থল ছেড়ে চলে যান।

এই ক্ষোভে পাঠাগার ক্লাবের সামনে জাতীয় সড়কে কয়েকজন তৃণমূল কর্মী বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। এক দলীয় কর্মীকে বাবুলের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায়। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী দুপুরের খাবার খেতে চ্যাংরাবান্ধা যাওয়া নিয়ে বাবুলকে কটাক্ষ করেন। সেটা শুনে মন্ত্রী রেগে যান। একটি মুড়ির কৌটো দেখিয়ে বলেন, ‘দুপুরের খাবার খাননি। শুধু মুড়ি খেয়ে আছেন।’ বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, তাঁকে সভার সময় সাড়ে তিনটের কথা বলা হলেও, সেই সময় সভা শুরু হয়নি। তাই তিনি শুধু রাস্তায় এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন। এরপর ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতাদের অনুরোধে বরফ গলে। সভা মঞ্চে যান বাবুল। যদিও গুটিকয়েক কর্মী-সমর্থক সেখানে উপস্থিত ছিলেন।

এদিনের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি। তবে তৃণমূল যুব কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি জ্যোতিষ রায় বলেন, ‘এটা সামান্য ঘটনা।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

মংপুতে গাছ চাপা পড়ে মৃত্যুর শ্রমিকের

0
মংপু: মংপুতে গাছ চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি মংপু সিঙ্কোনা চা বাগানের শ্রমিক বলে জানা গেছে। ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়।...

T20 World Cup Celebration | ওয়াংখেড়েতে বিশ্বজয়ের উল্লাস! ভাংড়ায় মাতলেন রোহিতরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্বজয়ের স্বপ্নপূরণ।  টি টোয়েন্টিতে ১৭ বছর পর মিলেছে শ্রেষ্ঠত্বের শিরোপা (T20 World Cup Celebration)। তাই উচ্ছ্বাসটা বাধঁনহারা হবে এটার...

Oath Controversy | রাজভবনের হস্তক্ষেপ, অবশেষে তৃণমূল বিধায়কদের শপথ জট কাটল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নবনির্বাচিত তৃণমূল বিধায়কদের শপথ জট কাটল (Oath Controversy)। রাজ্যপাল শপথবাক্য পাঠ করাবার দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে।  বৃহস্পতিবার...

Chinese ferret-badger | ধূপগুড়িতে চাইনিজ ফেরেট-ব্যাজার উদ্ধার

0
নাগরাকাটা: চাইনিজ ফেরেট-ব্যাজার (Chinese ferret-badger) উদ্ধার হল ধূপগুড়ির (Dhupguri) শালবাড়ি এলাকা থেকে। বৃহস্পতিবার চাইনিজ ফেরেট-ব্যাজারের একজোড়া শাবককে উদ্ধার করেন বন দপ্তরের বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি...

Mid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে আতঙ্কে ঘরছাড়া...

0
হরিশ্চন্দ্রপুর : মিড ডে মিলে (Mid day meal) দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর তাতে মদত দিচ্ছেন স্কুল পরিদর্শক (School Inspector)। এমনকি...

Most Popular