Exclusive

Balurghat | চিকিৎসার অভাব, এত মৃত্যুর অন্যতম কারণ

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: সারমেয়দের মহামারী পার্ভো রোগের (Parvovirus) প্রাদূর্ভাব প্রকট আকার ধারণ করছে বালুরঘাটে (Balurghat)। চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা ও পরিকাঠামো না থাকার কারণে কেনাইন ও পার্ভো ভাইরাস রোগের প্রকোপে ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকার পথকুকুরদের প্রাণ যাচ্ছে। বিভিন্ন প্রান্তের একাধিক কুকুর এই রোগের সঙ্গে লড়াই করছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে।

পথ কুকুরদের সেবা করছেন নালন্দা স্কুলের প্রধান শিক্ষক সৌমিত দাস। তিনি জানান, ‘এই ভাইরাস কুকুরদের অন্ত্রে ফুটো করে দেয়। ফলে রক্তপাত হয়। সংকেতপাড়ায় ১০ টির মতো কুকুর এই ভাইরাসে আক্রান্ত। আমরা তাদের অ্যান্টিবায়োটিক, স্যালাইন সহ চিকিৎসা করছি। সঠিক চিকিৎসা পেলে এই পথকুকুররা সেরে উঠবে।’

দুই নম্বর ওয়ার্ডের সুমন বর্মন বলেন, ‘এলাকার কয়েকটি কুকুরের অবস্থা সংকটজনক। সব সময় ঝিমোচ্ছে, বমি ও মলের সঙ্গে রক্ত বের হচ্ছে। আমরা ধরে বেঁধে চিকিৎসা করছি। পশু হাসপাতালের তরফে যদি তাদের দুমাস বয়সে টিকা দেওয়া যায়, ভালো হয়।’

বালুরঘাটের পশুপ্রেমী বিদিশা রায় গাঙ্গুলি বলেন, ‘ভাইরাসে আক্রান্ত কুকুরদের চিকিৎসকের পরামর্শ মতো একবেলা অথবা দুবেলা স্যালাইন দিতে হবে। খাবার ও জল দেওয়া যাবে না। কিছু ইনজেকশন চলবে। এই রোগ ভীষণই ছোঁয়াচে। এক কুকুর থেকে অন্য কুকুরের দেহে দ্রুত সঞ্চারিত হয়। মানুষের শরীরে যাওয়ার কোনও তথ্য নেই।’

বালুরঘাট পশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার আজগর আলি জানান, ‘কুকুর সুস্থ থাকা অবস্থায় টিকা দিতে হয়। মানুষের পোলিওর মতো একবার হয়ে গেলে কিছু করার থাকে না। যারা হাসপাতালে কুকুরকে নিয়ে আসে। তাদের টিকা ও চিকিৎসা হয়। পথ কুকুরদের টিকার বিষয়ে কোনও নির্দেশিকা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ এলেই কাজ করা হবে।’

প্রতি বছর শীত (Winter) যাওয়ার সময়কালে কুকুরদের মধ্যে এই রোগের প্রভাব লক্ষ্য করা যায়। এবছর শহরের উত্তর চকভবানী, উত্তমাশা, সংকেত পাড়া ও ২ নম্বর ওয়ার্ড সহ একাধিক জায়গায় পথ কুকুররা এই ভাইরাসের আক্রান্ত হয়ে পড়েছে। অনেক পথপুকুর ইতিমধ্যেই সঠিক দেখভাল ও চিকিৎসার অভাবে মারা গিয়েছে। এই ভাইরাল রোগ একবার কুকুরদের হয়ে গেলে সারিয়ে ওঠার মতো তেমন ওষুধ এখানে নেই। যে ওষুধ আছে তা এদেশে পাওয়া মুশকিল ও তার দামও প্রচুর। ফলে এই রোগে আক্রান্ত কুকুরদের স্যালাইন দেওয়া ও কিছু ওষুধপত্র দিয়েই বাঁচিয়ে রাখছেন পশুপ্রেমীরা।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

নিউজ

5 mins ago

নিউজ:

5 mins ago

Sikkim | বৃষ্টিতে বেহাল সিকিমের রাস্তা, ব্যাঘাত পর্যটনে

সানি সরকার, শিলিগুড়ি: বৃষ্টি শুরু হওয়ায় উত্তর সিকিমের সঙ্গে গ্যাংটকের (Gangtok) সড়ক যোগাযোগ ব্যবস্থা কতদিন…

20 mins ago

Air India | কর্মীসংকটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া! ৮০টিরও বেশি বিমান বাতিল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্মীসংকটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া (Air India)। সূত্রের খবর, ৮০টিরও বেশি…

31 mins ago

Rapper Drake | কানাডায় জনপ্রিয় গায়কের বাড়িতে গুলি, জখম ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গায়ক ড্রেকের (Rapper Drake) কানাডার(Canada) বাড়িতে হামলা। গুলি চালাল দুষ্কৃতীরা।…

34 mins ago

Darjeeling Paragliding | ৭ বছর বন্ধ থাকার পর দার্জিলিংয়ে ফের চালু প্যারাগ্লাইডিং

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের (Tourist) আকর্ষিত করতে সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে…

1 hour ago

This website uses cookies.