বালুরঘাট: গত ২৪ অগাস্ট সোশ্যাল মিডিয়াতে নিজের ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুরসভার কাজে ২০ শতাংশ কাটমানি চাওয়ার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল। ঘটনার ন’দিন পর প্রকাশ্যে এসে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন বালুরঘাট শহরের ৪ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলার নীতা নন্দী। শনিবার প্রথমে দলের মহিলা কর্মীদের নিয়ে মিছিল করে বালুরঘাট থানায় গিয়ে এই ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। পরে ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠক করে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।
কাউন্সিলার নীতা নন্দী বলেন, ‘একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার খবর জেনেছি। ওই ক্লিপের সঙ্গে আমার ও আমার স্বামীর কোনওরকম সম্পর্ক নেই। আমরা যেহেতু এতদিন কলকাতায় মেয়ের চিকিৎসার জন্য ছিলাম তাই এর প্রতিবাদ জানাতে পারিনি। এদিন বালুরঘাটে ফিরে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।’
বিজেপির বালুঘাট শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি সুমন বর্মনের অভিযোগ, ‘আমরা পরিষ্কারভাবে প্রমাণ পেয়েছি, ওই অডিওটি সেই কাউন্সিলারের অনুগামীদের। এতদিন তিনি কোথায় ছিলেন? আমরা মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছি। এই কাটমানির টাকা কতদূর যায়, তা জানার জন্য। প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে আমরা পুরসভা ঘেরাও করে আন্দোলন করব।’