Wednesday, June 26, 2024
HomeTop NewsSheikh Hasina | সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ, বুকে জড়িয়ে ধরলেন আপ্লুত হাসিনা

Sheikh Hasina | সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ, বুকে জড়িয়ে ধরলেন আপ্লুত হাসিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। মোদির শপথগ্রহণের অনুষ্ঠানের পর সোমবার সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে সাক্ষাৎ সারলেন হাসিনা। অনেকদিন পর মুখোমুখি হয়ে একে অপরকে জড়িয়েও ধরলেন দুজনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কংগ্রেস চেয়ারপার্সনের এই সাক্ষাৎকারের ছবি বর্তমানে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

দিল্লির এক বিলাসবহুল হোটেলে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানেই আজ দুপুরে তাঁর সঙ্গে দেখা করতে যান সোনিয়া গান্ধি। তাঁর সঙ্গে ছিলেন দুই সন্তান রাহুল গান্ধি ও প্রিয়াংকা গান্ধিও (Rahul Gandhi and Priyanka Gandhi)। তিনজনকে একসঙ্গে দেখে আনন্দে তাঁদের জড়িয়ে ধরেন হাসিনা। সূত্রের খবর, দীর্ঘক্ষণ গল্পও করেন তাঁরা। গান্ধি পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন হাসিনার সঙ্গে সাক্ষাতের পর রাহুল বলেন, ‘ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মধ্যে।’

উল্লেখ্য, গান্ধি পরিবারের সঙ্গে বহুদিনের ব্যক্তিগত সম্পর্ক শেখ হাসিনার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। মুক্তিযুদ্ধ মিটে গেলেও অটুট রয়েছে দুই পরিবারের সম্পর্ক। তাই এবারও ভারতে এসে গান্ধি পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করেননি হাসিনা। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ। তার ওপর করের বোঝা। এনিয়ে ক্রমশ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল।...

Om Birla | ফের লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

0
নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। এজন্য বিড়লাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী...

0
বালুরঘাট, ২৬ জুন: ছোটবেলায় আত্রেয়ী নদীতে সাঁতার কেটেছেন। কর্মসূত্রে এখন কলকাতাবাসী। জমি জায়গা ভাগ হওয়ার জন্য গতকাল রাতেই কলকাতা থেকে সব ভাই বোন ও...

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Most Popular