আন্তর্জাতিক

Bangladeshi MP Death | ‘আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই’, বললেন নিহত সাংসদ কন্যা মুমতারিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই’, বাবার মৃত্যুর খবর শোনার পর সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন নিহত বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজীমের কন্যা মুমতারিন ফেরদৌস। সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান মুমতারিন ফেরদৌস।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুমতারিন ফেরদৌস বলেন, ‘আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। বাবা কতটা কষ্ট পেয়েছে, তা তাঁকে দেখে বুঝতে চাই। একজন মানুষ মানুষকে এমনভাবে কী করে মারতে পারে? এভাবে আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে, আমি জীবনেও ভুলতে পারব না।’

মুমতারিন ফেরদৌস বলেন, ‘ওপরে যদি আল্লাহ থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি এর বিচার করবেন। এই হত্যাকাণ্ডের জন্য অনেক দিন ধরেই তারা পরিকল্পনা করেছে। তারা সাজিয়ে–গুছিয়ে নিয়েই এ ধরনের বড় একটা অপরাধ ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম আসছে, তাকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে। কান টানলে মাথা আসবে, যদি তার ওপরের কেউ থেকে থাকে, তার নামটিও খতিয়ে দেখতে হবে প্রশাসনকে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত করে বিষয়টি দেখুন, রাজনৈতিক–অরাজনৈতিক যেটাই হোক না কেন, বিষয়টি খতিয়ে দেখুন।’

মুমতারিন ফেরদৌস তাঁর বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমার বাবার কালীগঞ্জে এতটাই জনপ্রিয়তা ছিল, তার জনপ্রিয়তা দেখেই তাঁকে আটকানোর জন্য মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালানো হয় একসময়। পরবর্তী সময় এসব মামলা সব মিথ্যা প্রমাণিত হয়েছে। তার প্রমাণও আমাদের কাছে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, “ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্য ধরো, আমি সঙ্গে আছি।” তিনি আমাকে বলেছেন, “তুমি তোমার বাবার সন্ধান চেয়েছিলে, স্পেশাল ফোর্স পাঠিয়ে আমি তোমার বাবাকে খুঁজে দিয়েছি।”

নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীমের বাল্যবন্ধু গোলাম রসুল বলেন, বাংলাদেশ সরকারের কাছে দাবি একটাই, যেকোনো মূল্যে যদি শাহীনকে যদি ধরে এনে আইনের আওতায় আনা যায়, তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তৃণমূল পর্যন্ত কারা জড়িত, সবকিছু বের হয়ে আসবে।

উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম চিকিৎসার জন্য দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যান। ২২ মে তাঁর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয় সিআইডি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

46 mins ago

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে…

2 hours ago

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা…

12 hours ago

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী…

12 hours ago

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে…

13 hours ago

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দাদার

দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে…

13 hours ago

This website uses cookies.