Thursday, May 9, 2024
HomeBreaking Newsরণক্ষেত্র ভাঙড়! বোমার ধোঁয়ায় ঢাকা পড়ল বিডিও অফিস, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে...

রণক্ষেত্র ভাঙড়! বোমার ধোঁয়ায় ঢাকা পড়ল বিডিও অফিস, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মনোনয়ন ঘিরে উত্তপ্ত ভাঙড়। বিডিও অফিসের সামনেই একের পর এক বোমার গর্জন। চলেছে ‘গুলি’ও। লাঠি, বাঁশ নিয়ে চলল বেধড়ক সংঘর্ষ। হল ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছোড়া হল টিয়ার গ্যাসের সেল। চোখে পড়ল না ১৪৪ ধারার মান্যতা। নিরাপত্তা নিয়ে ফের আরও একবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল রাজ্য নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা। অভিযোগ, বিডিও অফিসের সামনেই ১৪৪ ধারাকে অমান্য করেই তৃণমূল কর্মীরা জমায়েত করে ছিলেন। আইএসএফ কর্মীরা মনোনয়ন জমা দিতে আসতেই তাঁদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই বিডিও অফিসের সামনে চলতে থাকে মুড়িমুড়কির মতো বোমাবাজি। পাশাপাশি চলতে থাকে তৃণমূল বাহিনীর লাঠি, বাঁশ নিয়ে দাপাদাপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এতটাই বোমাবাজি হয়, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকায় ব্যাপক বাহিনী, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।

গণ্ডগোল চলাকালীন এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তিনি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকেন। তাঁর বক্তব্য, তিনি আইএসএফ কর্মী। মনোনয়ন জমা দিতে এসেছিলেন। কিন্তু তাঁর সামনেই বোমা ফেলে তৃণমূল। তাঁর কথায়,” টিএমসি-রা আমায় গুলি করছে স্যর, আমার ক্যান্ডিডেটকে মারছে স্যর। আমি আর কী করব! টিএমসি-রা প্রচণ্ড বম্ব-গুলি চালাচ্ছে। আরাবুল-সওকতের নেতৃত্বেই এই হামলা।”

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, “আইন লঙ্ঘন হোক, এরকম কোনও কাজ আমরা করব না। কিন্তু যারা অশান্তি করছে, মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এটাই আশা করছি। তৃণমূল তো বোমা-গুলি-পিস্তল নিয়ে তৈরি, যাতে আমরা এলেই হামলা চালায়।”

তৃণমূল বিধায়ক শওকত মোল্লা অবশ্য নওসাদ সিদ্দিকির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, সকাল থেকেই এলাকা অশান্ত করে তুলেছে আইএসএফ। চলছে বোমাবাজি। তৃণমূল কর্মীরা আক্রান্ত। যথেচ্ছভাবে তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শওকত বলেন, “আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে ভাঙড়ে। তাই পরিকল্পনামাফিক অশান্তি করছে আইএসএফ। পুলিশকে লক্ষ্য করেও ওরা বোমা মেরেছে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

0
তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ দুই ভাই অঞ্জনাভ পাল ও অমৃতাভ পাল। তাদের প্রাপ্ত...

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

0
শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ নম্বর টানেলে মারা যান প্রকল্পের কাজে যুক্ত...

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

0
হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিল সে।...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

0
চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে মেয়ে সাবানা ইয়াসমিন। পেশায় রাজমিস্ত্রি মফারজ্জল হক নিজের হাতে...

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

0
মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার আইসি (IC) অরিন্দম ভট্টাচার্য। দিন রাত অপরাধীদের পেছনে দৌঁড়ে...

Most Popular