Featured

ভুপেশ বাঘেলের প্রশ্নে জেরবার কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি: ‘সাত জার্মান, বাঘেল একা’। একেবারে একাই লড়লেন তিনি, লড়লেন নির্ভয়ে। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে একে একে যখন সরে দাঁড়িয়েছেন ১০ জন বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক তখনই ব্যতিক্রমী ভূমিকায় অবতীর্ণ হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, বর্ষীয়ান কংগ্রেস নেতা ভুপেশ বাঘেল। নীতি আয়োগের বৈঠকে সমগ্র বিরোধী শিবিরের হয়ে একাই ‘ব্যাটন’ হাতে তুলে নিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে স্পষ্ট ভাষায় জানালেন বিরোধীদের দাবিদাওয়া, প্রশ্ন তুললেন কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে, দাবি জানান বকেয়া টাকা মেটানোর। এককথায়, সম্মিলিত বিরোধী শিবির নীতি আয়োগের মঞ্চকে যথাযথ ব্যবহার করতে না পারলেও, ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এদিন ঠারে ঠারে বুঝিয়ে দিলেন তাঁর অবস্থান-ভাঙবেন, কিন্তু মচকাবেন না।

বিকশিত ভারত, লক্ষ্য ২০৪৭। এই লক্ষ্যে বিবিধ ইস্যুতে মনোজ্ঞ পর্যালোচনার উদ্দেশ্যে শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ‘নিউ কনভেনশন সেন্টারে’ (এনসিসি) বসেছে নীতি আয়োগের ৮ম গভর্নিং কাউন্সিলের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং বৈঠকটির সভাপতিত্ব করেন। যদিও বিরোধী শিবিরের একাংশ আগেই এই বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কেন্দ্রের আয়োজিত নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন না। এরপরে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও জানিয়েছেন, তাঁরাও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। পরবর্তীতে সংশ্লিষ্ট তালিকায় শামিল হন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও (কেসিআর), রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এমনকি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের মতো নেতারাও। ব্যতিক্রম শুধু ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। সূত্রের দাবি, এদিন বৈঠকে অংশ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন বাঘেল, যা বিরোধীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের একাংশে।

সূত্রের দাবি, এদিন বৈঠকে ‘রাজ্যের অধিকার’ নিয়ে সরব হয়েছেন বাঘেল। ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমার একান্ত আর্জি, তারা যেন রাজ্যের অধিকারকে যথাযথ সম্মান করেন…রাজ্যের যা কিছু প্রাপ্য বা বকেয়া তা যেন সম্মানের সঙ্গে হস্তান্তরিতের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সম্পর্ক মজবুত করায় উদ্যোগী হয়’-জানিয়েছেন ভুপেশ বাঘেল। বাঘেল বলেন, ‘রাজ্যভিত্তিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা নিয়ে কেন্দ্রীয় স্তরে প্রাধান্য পায় না। এই বিষয়গুলি নিয়ে সংসদীয় পরিসরে পুঙ্খানুপুঙ্খ আলোচনার সুযোগ করে দেওয়া উচিত সরকার পক্ষের। পাশাপাশি জিএসটি কর আরোপের ক্ষেত্রে যে সকল রাজ্য ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ‘পাকাপোক্ত ও স্থায়ী বন্দোবস্ত’ করা হোক।‘ একইসঙ্গে নতুন পেনশন প্রকল্পে বিভিন্ন রাজ্যে বকেয়া ১৯ হাজার কোটি টাকা অবিলম্বে ছাড়ার কথাও বৈঠকে জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। এর সঙ্গেই কয়লা, খনিজ পদার্থ, রাসায়নিক এবং বিদ্যুতের ভর্তুকি নিয়ে ছত্তিশগড় সরকারের বিপুল পরিমাণ বকেয়া মেটানোর আর্জিও নীতি আয়োগের বৈঠকে রেখেছেন তিনি, দাবি সূত্রের। তিনি জানান, রাষ্ট্রের হিত ও উন্নতিতে রাজ্যের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বহুক্ষেত্রে দেখা গিয়েছে, রাজ্যের অধিকার খর্ব করে কেন্দ্র সরকার নিজ অবস্থান কায়েম করতে চায়, উপরাজ্যপাল এবং রাজ্যপালের সাহায্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে জিতে আসা শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে ‘সমান্তরাল শাসনব্যবস্থা’ তৈরি করার অপচেষ্টা চালানো হয়। সাংবিধানিক পরম্পরাগত ঐতিহ্যের কথা ভেবে এই স্বৈরাচারী মানসিকতা থেকে মুক্ত হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেন তিনি। বাঘেলের চোখা চোখা প্রস্তাবে রীতিমতো বেকায়দায় পড়ে কেন্দ্র।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

9 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

10 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

10 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

10 hours ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

10 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

10 hours ago

This website uses cookies.