রাজ্য

কুলিক পক্ষীনিবাসে শুরু হল পাখি গণনা

রায়গঞ্জ: রায়গঞ্জ ফরেস্ট ডিভিশনের কুলিক পক্ষীনিবাসে শনিবার থেকে শুরু হল পাখি গণনার কাজ। রবিবার পর্যন্ত এই গণনা চলবে। এদিন সকাল ৭টা থেকে পাখি গণনা শুরু হয়। পশু ও পাখিপ্রেমী সংস্থার পাশাপাশি প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা বনবিভাগের কর্মীদের সঙ্গে গণনার কাজে অংশ নেন। গত দুই বছর করোনার কারণে রেকর্ড সংখ্যক পাখি এসেছিল পাখিরালয়ে।

রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কুলিক পক্ষীনিবাসে পাখি গণনার কাজে অংশ নিয়েছে প্রায় ১০টির বেশি সংগঠন। গণনার কাজে উৎসাহ দিতে তাদের পাশে ছিলেন রেঞ্জার প্রমিকা লামা ও অন্যান্য কর্মীরা। রেঞ্জার প্রমিকা লামা জানান, দু’দিন পাখি গণনা চলবে। আশা করা হচ্ছে, এবার পাখির সংখ্যা বাড়বে। এবছর এগরেট, কর্মোরেন্ট পাখির সংখ্যা ভালোই আছে।

কুলিক পখিরালয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এখানে ওপেন বিল স্টক, নাইট হেরন, কর্মোরেন্ট, এগরেটের মতো পরিযায়ী পাখিরা মূলত প্রজননের সময় ভিন দেশ থেকে উড়ে এসে বাসা বানায়। বাচ্চা পাখিগুলি উড়তে শিখে গেলে পরিযায়ীর দল আবারও উড়ে চলে যায় দূরদেশে। এবছর এগরেট পাখির দল মে মাসের শুরুতেই আসতে শুরু করে। সাদা হয়ে যায় কুলিকের সবুজ অরণ্য। মরশুমের শুরুতেই এভাবে পরিযায়ী পাখি ও পর্যটকের ভিড় বাড়তে থাকায় সব রেকর্ড ভেঙে যাবে বলে আশাবাদী প্রমিকা লামা।

জানা গিয়েছে, ২০১৮ সালে পরিযায়ী পাখির সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছিল। সে বছর ৯৮,৫৬২টি পাখি কুলিক পক্ষীনিবাসে এসেছিল। যদিও গত বছর ২০১৯ সালে পরিযায়ী পাখির সংখ্যা কিছুটা কমে গিয়ে হয় ৯৩,০৮৮টি। ২০২০ ও ২০২১ সালে করোনা আবহ থাকায় পাখিপ্রেমীরা ভেবেছিল পরিযায়ীদের ওপর বড় প্রভাব পড়বে। কিন্ত তার উলটোচিত্র দেখা যায়। ২০২০ সালে ৯৯,৬৩১ এবং ২০২১ সালে ৯৮,৭৩৯ পাখি পাখিরালয়ে এসেছিল। ২০২২ সালে এসেছিল ৯৯, ৩৯৩টি পাখি।

পশুপ্রেমী সংস্থার কর্নধার অজয় সাহা জানান, কুলিক পক্ষীনিবাস রায়গঞ্জ তথা জেলা ও পশ্চিমবঙ্গের গর্ব। এই পক্ষীনিবাসকে রক্ষা করার জন্য সমস্ত জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে। অবৈধভাবে পুকুর বুজিয়ে ফেলা বন্ধ করার পাশাপাশি নদী দূষণ রোধ করতে হবে। কুলিক নদীর ধারে অবৈধভাবে রাসায়নিক সার প্রয়োগ করে ধান চাষ বন্ধ করতে হবে। কুলিক নদীতে আবর্জনা ফেলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Maharashtra | ৬৪ বছরের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব পেল মহারাষ্ট্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬৪ বছরের ইতিহাসে এই প্রথম মহিলা মুখ্যসচিব পেল মহারাষ্ট্র (Maharashtra)। রবিবার…

35 mins ago

Robbery | দিনেদুপুরে বাসে ডাকাতি, জখম বাসচালক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের

ঘোকসাডাঙ্গা: নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরাকারি যাত্রীবাহী বাসে ডাকাতি(Robbery)। বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুঠ…

42 mins ago

Kangana Ranaut | মমতা–রাহুল এখন কোথায়? চোপড়া কাণ্ড নিয়ে ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ কঙ্গনা রানাউতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়া কাণ্ড (Chpora Incident) নিয়ে সংসদে সরব হতে চলেছে বিজেপি (BJP)…

49 mins ago

Chopra | ‘চোপড়ার যা হয়েছে তা কখনই ঠিক হয়নি,’ দুঃখপ্রকাশ করে মন্তব্য তৃণমূল বিধায়ক হামিদুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সালিশি সভার নামে তালিবানি অত্যাচারের ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের চোপড়ায়! বিবাহবহির্ভূত…

53 mins ago

Zika Virus | জিকার শিকার গর্ভবতী মহিলা! গত ১০ দিনে পুনেতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুনেতে (Pune) আতঙ্ক বাড়াচ্ছে জিকা ভাইরাস (Zika virus)। এবার জিকা ভাইরাস…

1 hour ago

Bharatiya Nyaya Sanhita | ব্রিটিশ জমানার তিন আইন অতীত, নতুন ‘ন্যায় সংহিতা’য় দিল্লিতে দায়ের প্রথম FIR

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১ জুলাই অর্থাৎ সোমবার থেকে সারা দেশে জারি হয়েছে ন্যায় সংহিতা-সহ…

2 hours ago

This website uses cookies.