আলিপুরদুয়ার

প্রায় ৬ বছর বেহাল বীরপাড়ার বাস টার্মিনাস, উদাসীন প্রশাসন

বীরপাড়া: প্রায় ৬ বছর ধরে বেহাল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বীর বীরসা মুন্ডা কেন্দ্রীয় বাস টার্মিনাস। জলকাদায় থৈ থৈ বাস টার্মিনাস এড়াচ্ছেন যাত্রীরা। টার্মিনাসে যাত্রী না মেলায় অনেক বাসও এখন টার্মিনাসে না ঢুকেই চৌপথি হয়ে বেরিয়ে যাচ্ছে। টার্মিনাসের বেহাল দশার কথা উত্তরকণ্যা এমনকি নবান্নে জানানো সত্বেও কাজ হয়নি বলে অভিযোগ বাস মালিকদের। বীরপাড়া ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রের খবর, সংগঠনের তরফে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। আজও সাড়া মেলেনি। এছাড়া একাধিকবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

জানা গিয়েছে, গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৩ দিন ওই টার্মিনাসে বাস ঢোকানো বন্ধ করে আন্দোলন করেন বাস মালিক ও কর্মীরা। সবই নিষ্ফল হয়।  আগে টার্মিনাসে ঢোকার ২টি রাস্তা ছিল। ১টি ধীরে ধীরে বেদখল হয়ে গিয়েছে। ২০০৮ সালে টার্মিনাসটি তৈরির কাজ শুরু হয়। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সেটি উন্মুক্ত করা হয়। পরিবহণ দপ্তর ২৫ লক্ষ ও পঞ্চায়েত সমিতি ১৫ লক্ষ টাকা খরচ করেছিল বলে জানিয়েছিল। তবে দীর্ঘদিন আগেই বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে প্রাচীর। বাস দাঁড়ানোর জায়গায় নেই ছাউনি। যাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা নেই। ছোটো যাত্রী শেডে ২০-২৫ জনের বেশি লোক দাঁড়ানোর উপায় নেই। গোটা টার্মিনাস ভরে গিয়েছে গর্তে। অথচ ওই টার্মিনাস হয়ে ৭০-৮০টি মিনিবাস ছাড়াও প্রচুর ম্যাক্সিক্যাব ও সাফারি গাড়ি চলাচল করে। মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশা বমজন অবশ্য টার্মিনাসটি মেরামতে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Atreyi River | জলের রং কুচকুচে কালো! আত্রেয়ীকে ঘিরে দানা বাঁধছে আশংকার মেঘ

বালুরঘাট: বর্ষার শুরুতে কিছুটা হলেও বেড়েছে আত্রেয়ী নদীর জল। কিন্তু সেই জলের রং কুচকুচে কালো।…

40 mins ago

Burdwan | পশ্চিম বর্ধমানে সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন পার্টির হোলটাইমার পঙ্কজ রায় সরকার

দুর্গাপরঃ লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই এক সময়ের লালদুর্গ বলে পরিচিত ইস্পাত নগর দুর্গাপুরে সিপিএমে…

2 hours ago

Land grabbing | তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে জমিদখলের অভিযোগ, থানার দ্বারস্থ অশীতিপর বৃদ্ধা

রায়গঞ্জঃ বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এক প্রান্তিক কৃষকের জমি দখল করে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ…

2 hours ago

Sunil Gavaskar | ফ্লোরিডায় বৃষ্টিতে বাতিল একের পর এক ম্যাচ, আইসিসিকে দুষলেন সুনীল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি২০ বিশ্বকাপে বৃষ্টির জন্য ভেস্তে যাচ্ছে একের পর এক ম্যাচ। মঙ্গলবার…

2 hours ago

Malda | মুদির দোকানের আড়ালে মদ বিক্রি! প্রতিবাদে সরব মহিলারা

হরিশ্চন্দ্রপুর: মুদির দোকানের আড়ালে দেদারে মদ বিক্রি। এর প্রতিবাদ করতে গেলে নির্যাতনের শিকার হচ্ছেন গ্রামের…

3 hours ago

T-20 World Cup | স্কটল্যান্ডের হারে শিকে ছিঁড়ল ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটিশরাও পৌঁছাল সুপার ৮-এ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। শেষ ওভারে…

3 hours ago

This website uses cookies.