রাজ্য

Biswanath Bose | ডুয়ার্সে অনেক আপনজন, সুযোগ পেলেই ছুটে আসি জঙ্গলের ডাক শুনতে, বলছেন বিশ্বনাথ

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়িঃ বড় ছেলে পৃথিবীতে আসছে সেই সুখবরটা পেয়েছিলেন ডুয়ার্সে এসেই। আর তখন থেকেই ডুয়ার্সের (Duars) প্রতি আলাদা টান টলিউডের অন্যতম কৌতুকাভিনেতা বিশ্বনাথ বসুর (Biswanath Bose)। সময়-সুযোগ পেলেই তাই ছুটে আসেন জঙ্গলের ডাক শুনতে। উত্তরের পরিবেশ, উত্তরের অরণ্য ও উত্তরের মানুষের সঙ্গে যেন তাঁর নিবিড় যোগাযোগ।

রবিবার রাতে ময়নাগুড়ি (Mainaguri) ব্লকের ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বনাথ। রাত কাটিয়েছেন ডুয়ার্সের একটি রিসর্টে। সোমবার সকালে কলকাতায় রওনা দেওয়ার আগে উত্তরবঙ্গ সংবাদকে বিশ্বনাথ বললেন, ‘ডুয়ার্সের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে,  অনেক আপনজন রয়েছেন। তাই আবার আসব খুব তাড়াতাড়ি।’

সালটা ২০০৪ বা ২০০৫। স্বপন সাহার একটি সিনেমার শুটিংয়ে প্রথমবার উত্তরবঙ্গে এসেছিলেন বিশ্বনাথ। সেবার শিলিগুড়ি, লাটাগুড়ি, চালসা, মেটেলি সহ  নানা জায়গায় ঘুরেছিলেন। সেই শুরু। তারপর যে কতবার এসেছেন এই পথে, হিসেব করে আর বলে উঠতে পারেন না।

মাস কয়েক আগে দেব অভিনীত প্রধান সিনেমার শুটিংয়ের জন্য দু’সপ্তাহেরও বেশি সময় ডুয়ার্সে কাটিয়েছেন তিনি। গরুমারা, লাটাগুড়ির জঙ্গলে শুনেছেন ঝিঁঝিপোকার ডাক। মূর্তির পাড়ে বসে হারিয়ে গিয়েছিলেন প্রকৃতির সৌন্দর্যে।  তাঁর কথায়, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কথাটির গুরুত্ব বুঝতে হলে ডুয়ার্সে আসতেই হবে।’

পছন্দের অভিনেতাকে কাছে পেয়ে বেজায় খুশি ময়নাগুড়ির বাসিন্দা অনাদ্রিতা সরকার। তিনি বলছেন, ‘এতদিন টেলিভিশনে বিশ্বনাথের অভিনয় দেখেছি। এদিন সামনে থেকে দেখতে পেলাম। অসম্ভব ভালো মানুষ।’ অনাদ্রিতার মতো আপ্লুত আরও অনেকেই।

ডুয়ার্সের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরাও বিশ্বনাথে মুগ্ধ। তাঁদের কথায়, বিশ্বনাথ আগেও এলাকায় এসেছিলেন। সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন। বিশ্বনাথ আবার উত্তরে আসার জন্য উন্মুখ। ফেরার আগে তাঁর মুখে শোনা গেল, ‘দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে। তাই কাজের চাপে হুটহাট সময় হয়ে ওঠে না। একটু ফুরসত পেলেই আবার আসব। শিগগিরি।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল…

53 mins ago

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ…

1 hour ago

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম…

2 hours ago

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

2 hours ago

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা

রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ…

3 hours ago

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন…

3 hours ago

This website uses cookies.