Friday, May 3, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গBiswanath Bose | ডুয়ার্সে অনেক আপনজন, সুযোগ পেলেই ছুটে আসি জঙ্গলের ডাক...

Biswanath Bose | ডুয়ার্সে অনেক আপনজন, সুযোগ পেলেই ছুটে আসি জঙ্গলের ডাক শুনতে, বলছেন বিশ্বনাথ

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়িঃ বড় ছেলে পৃথিবীতে আসছে সেই সুখবরটা পেয়েছিলেন ডুয়ার্সে এসেই। আর তখন থেকেই ডুয়ার্সের (Duars) প্রতি আলাদা টান টলিউডের অন্যতম কৌতুকাভিনেতা বিশ্বনাথ বসুর (Biswanath Bose)। সময়-সুযোগ পেলেই তাই ছুটে আসেন জঙ্গলের ডাক শুনতে। উত্তরের পরিবেশ, উত্তরের অরণ্য ও উত্তরের মানুষের সঙ্গে যেন তাঁর নিবিড় যোগাযোগ।

রবিবার রাতে ময়নাগুড়ি (Mainaguri) ব্লকের ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বনাথ। রাত কাটিয়েছেন ডুয়ার্সের একটি রিসর্টে। সোমবার সকালে কলকাতায় রওনা দেওয়ার আগে উত্তরবঙ্গ সংবাদকে বিশ্বনাথ বললেন, ‘ডুয়ার্সের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে,  অনেক আপনজন রয়েছেন। তাই আবার আসব খুব তাড়াতাড়ি।’

সালটা ২০০৪ বা ২০০৫। স্বপন সাহার একটি সিনেমার শুটিংয়ে প্রথমবার উত্তরবঙ্গে এসেছিলেন বিশ্বনাথ। সেবার শিলিগুড়ি, লাটাগুড়ি, চালসা, মেটেলি সহ  নানা জায়গায় ঘুরেছিলেন। সেই শুরু। তারপর যে কতবার এসেছেন এই পথে, হিসেব করে আর বলে উঠতে পারেন না।

মাস কয়েক আগে দেব অভিনীত প্রধান সিনেমার শুটিংয়ের জন্য দু’সপ্তাহেরও বেশি সময় ডুয়ার্সে কাটিয়েছেন তিনি। গরুমারা, লাটাগুড়ির জঙ্গলে শুনেছেন ঝিঁঝিপোকার ডাক। মূর্তির পাড়ে বসে হারিয়ে গিয়েছিলেন প্রকৃতির সৌন্দর্যে।  তাঁর কথায়, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কথাটির গুরুত্ব বুঝতে হলে ডুয়ার্সে আসতেই হবে।’

পছন্দের অভিনেতাকে কাছে পেয়ে বেজায় খুশি ময়নাগুড়ির বাসিন্দা অনাদ্রিতা সরকার। তিনি বলছেন, ‘এতদিন টেলিভিশনে বিশ্বনাথের অভিনয় দেখেছি। এদিন সামনে থেকে দেখতে পেলাম। অসম্ভব ভালো মানুষ।’ অনাদ্রিতার মতো আপ্লুত আরও অনেকেই।

ডুয়ার্সের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরাও বিশ্বনাথে মুগ্ধ। তাঁদের কথায়, বিশ্বনাথ আগেও এলাকায় এসেছিলেন। সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন। বিশ্বনাথ আবার উত্তরে আসার জন্য উন্মুখ। ফেরার আগে তাঁর মুখে শোনা গেল, ‘দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে। তাই কাজের চাপে হুটহাট সময় হয়ে ওঠে না। একটু ফুরসত পেলেই আবার আসব। শিগগিরি।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

0
ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক (Drug recovery) সহ ১ যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার...

Madhyamik 2024 | বাবা দিনমজুর, মেধাতালিকায় স্থান না পেলেও মাধ্যমিকে নজর কাড়ল দীপজয়

0
চ্যাংরাবান্ধা : মেধাতালিকায় তার স্থান হয়নি চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা দীপজয় সরকারের। সেই প্রত্যাশাও ছিল না তার। কিন্তু দিনমজুর ঘরের ছেলে...

Madhyamik Result 2024 | মাধ্যমিকে জলপাইগুড়ির অন্য স্কুলগুলিকে টেক্কা দিল নাগরাকাটার একলব্য মডেল

0
নাগরাকাটা: মাধ্যমিকে (Madhyamik Result 2024) সামগ্রিক ভালো ফলের নিরিখে ফের জলপাইগুড়ির (Jalpaiguri) অন্যান্য স্কুলগুলিকে টেক্কা দিল নাগরাকাটার একলব্য মডেল স্কুল (Nagrakata Eklavya Model School)।...

Malda | লোকসভার প্রচারে চাঁচলে তৃণমূলের মিছিল, পা মেলালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

0
চাঁচল: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বৃহস্পতিবার বিকেলে মালদার (Malda) চাঁচল ১ (Chanchal) এর কলিগ্রাম অঞ্চলে তৃণমূলের (TMC) মিছিলে জনজোয়ার। এদিন মিছিলে...

Madhyamik Result 2024 | বাবা সাইকেল মিস্ত্রি, মাধ্যমিকে ৬২১ পেয়েও পছন্দের বিষয় অধরা মহম্মদ...

0
সিতাই: চোখে স্বপ্ন বড় হওয়ার। তাই আর্থিক অনটন বাধা হতে পারেনি কোচবিহার জেলার সিতাই (Sitai) ব্লকের চামটা আদর্শ হাইস্কুলের পড়ুয়া মহম্মদ আরেনের পথে। মাধ্যমিকে...

Most Popular