Exclusive

BJP | ভোটের মুখে ফের পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি, গঙ্গারামপুরে তিন বিজেপি বিধায়কের বৈঠক

রাজু হালদার, গঙ্গারামপুর: আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে বিজেপি (BJP) বহুদিন ধরেই সরব হলেও লোকসভা ভোটের (Loksabha election) আগে তারা এই ইস্যুতে চুপ। তবে রবিবার উলটো ছবি দেখল। আর তাতেই পদ্ম শিবিরে মতপার্থক্য প্রকট।

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে গঙ্গারামপুরের (Gangarampur) বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বাসভবনে বিশেষ প্রস্তাবনা বৈঠক বসে। সত্যেন্দ্রনাথের পাশাপাশি সেখানে গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন ও কার্সিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা উপস্থিত ছিলেন। বিষ্ণুপ্রসাদ বলেন, ‘স্বাধীনতার পর থেকেই উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা, মেচ, টোটো, রাভা, আদিবাসী সহ সাধারণ মানুষ বঞ্চিত। উত্তরবঙ্গকে এখনও আলাদা দৃষ্টিতে দেখা হয়। এই বঞ্চনা রুখতে আমরা দীর্ঘদিন ধরেই বাংলা ভাগের দাবি করে আসছি। এই দাবিতেই বিশেষ বৈঠক হল।’

ভোটের আগে রাজ্যভাগের ইস্যু তোলা হলে তা বিপক্ষে যেতে পারে বলে বিজেপি নেতাদের বেশ ভালোই জানা আছে। তাই শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার চিন্তাভাবনা থেকে বিরত রয়েছে। দক্ষিণবঙ্গের ভোটব্যাংক ধরে রাখতে সাবধানি কৌশল এটা। আর তাই বিষ্ণুপ্রসাদের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দলের শীর্ষ নেতাদের অনেকেই এড়িয়ে যান বলে মনে করা হচ্ছে। দলের মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা থেকে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ- কেউই কোনও মন্তব্য করতে চাননি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলেন, ‘এ বিষয়ে দলের অবস্থান আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতীতে যে রূপে যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ সেই রূপেই থাকা উচিত।’

সমস্যা হবে জেনেও দলের নীতি এড়িয়ে ভোটের আগে হঠাৎ কেন এভাবে আলাদা রাজ্যের দাবিতে সরব হওয়া? গাজোলের বিধায়ক বললেন, ‘উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। রাজনীতি সহ সমস্ত কিছুই কলকাতা কেন্দ্রিক হয়ে উঠেছে। এর বাইরে বেরিয়ে আসা প্রয়োজন। নিজেদের জন্য গর্জে ওঠা প্রয়োজন। সেই দাবিতেই আজ বৈঠক হয়েছে।’ সত্যেন বললেন, ‘বহিরাগতদের সংস্কৃতিতে উত্তরবঙ্গ ভরে গিয়েছে। তাই আলাদা উত্তরবঙ্গ রাজ্য চাই। এই দাবিকে কেউ সমর্থন না করলে আগামীদিনে উত্তরবঙ্গের মানুষ বিদ্রোহ করবে। এনিয়ে তৃণমূলের বেশ কিছু বিধায়কের সঙ্গে কথা হয়েছে। সবাই উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন চাইছেন।’ আগামীতে উত্তরবঙ্গের সব বিধায়ককে নিয়ে শিলিগুড়িতে বৈঠক হবে বলে তিনি জানান।

উত্তরবঙ্গকে কেন্দ্র করে একদিকে দলের তিন বিধায়কের এভাবে সরব হওয়া আর অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বর একটি বড় অংশের চুপ থাকার ঘটনায় ভোটের আগে পদ্ম শিবিরের মতানৈক্য এদিন ভালোই বোঝা গিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে তৃণমূল এটিকে ইস্যু করতে পারে। বিষয়টি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ভোটকেও প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

পাতা-২, অনিমেষ (অল)   পর্যটকদের উৎসাহ বাড়াতে শৈলশহরে নয়া ট্রেকিং রুট রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ১৫…

5 mins ago

Water Crisis | নামছে তিস্তার ক্যানালের জলস্তর, সংকটমোচনে অপেক্ষা বৃষ্টির

শিলিগুড়ি: বৃষ্টির দেখা নেই দু’দিন ধরে। তিস্তার ক্যানালে (Teesta Canal) জলস্তরও নামছে হুহু করে। এমন…

19 mins ago

Darjeeling Tea | নিলামে হতাশা, কৌলীন্য হারাচ্ছে দার্জিলিং চা

শিলিগুড়ি: পাকদণ্ডির দুই পাশে চেনা ছবি। শুধু সবুজ ঢাল। তার মধ্যে কচি পাতা তুলতে ব্যস্ত…

41 mins ago

Sunil Chhetri Retirement | সুনীলের অবসরের কথা জানতেন না শ্বশুর! শুনে কী প্রতিক্রিয়া দিলেন সুব্রত ভট্টাচার্য?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল:  জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) বৃহস্পতিবার সকালে ঘোষণা করেন…

49 mins ago

Raiganj | বৃষ্টির কামনায় মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে রায়গঞ্জে

রায়গঞ্জ: পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে গাছ বাঁচানোর লক্ষ্যে মহা ধুমধামে বট-পাকুড় গাছের বিয়ে দেওয়া…

1 hour ago

Sunil Chhetri | ফুটবল কেরিয়ারে ইতি টানলেন সুনীল ছেত্রী, কুয়েতের বিরুদ্ধে কলকাতাতেই শেষ ম্যাচ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবসর (Retirement) নিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian football team captain)…

2 hours ago

This website uses cookies.