Tuesday, May 21, 2024
Homeজাতীয়তিন রাজ্যে ক্ষমতায় বিজেপি, তেলঙ্গনায় জিতলেও মিজোরামে মুখ পুড়ল কংগ্রেসের

তিন রাজ্যে ক্ষমতায় বিজেপি, তেলঙ্গনায় জিতলেও মিজোরামে মুখ পুড়ল কংগ্রেসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবি কংগ্রেসের। তেলঙ্গনা দখল করে মুখ রক্ষা কংগ্রেসের। লোকসভা নির্বাচনে ৩ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। এই রাজ্যগুলিতে হালে পানি পায়নি কংগ্রেস। শূন্য হাতেই ফিরতে হল মিজোরামেও। মিজোরামে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট। এই রাজ্যে মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস। বিজেপির দখলে মাত্র ২টি আসন।

পাঁচ রাজ্যের নির্বাচনি পরিসংখ্যানঃ

মিজোরামঃ আগামী ১৭ ডিসেম্বর মিজোরাম বিধানসভার মেয়াদকাল ফুরোচ্ছে। লোকসভা নির্বাচনের আগে ভোটের রাজনীতিতে নজরে রয়েছে উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য মিজোরামের বিধানসভা নির্বাচন। নভেম্বরেই অনুষ্ঠিত হয়েছে মিজোরামের বিধানসভা নির্বাচন। ৭ নভেম্বর মিজোরামের মোট ৪০টি বিধানসভা আসনের জন্য ভোট হয়েছে এক দফাতেই। মিজোরামে ৪০টি আসনের মধ্যে ৩৯টি আসনই তপসিলি উপজাতির জন্য সংরক্ষিত। বাকি একটি আসন জেনারেল সিট। ভোটগণনা ৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও স্থানীয় রাজনৈতিকদলগুলি ও সামাজিক সংগঠন গুলির আবেদনে ভোটগণনা একদিনের জন্য পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। মিজোরামের ভোট ময়দানে মূলত লড়াই হয় মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেসের মধ্যে। এবার মিজোরামের ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট। গণনার শেষে ২৭টি আসনে জয়লাভ করে জেডপিএম। মিজো ন্যাশনাল ফ্রন্টের আসন সংখ্যা ১০, বিজেপি পেয়েছে ২ এবং কংগ্রেসের দখলে গিয়েছে ১টি আসন।

মধ্যপ্রদেশঃ ১৭ নভেম্বর শেষ হয়েছে মধ্য প্রদেশে বিধানসভা ভোট। ভোটগ্রহন হয় ২৩০টি বিধানসভা কেন্দ্রে। ভোটগণনা হয় ৩ ডিসেম্বর। মধ্য প্রদেশে এবারের ভোটে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ২৩০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জেনারেল সিট ছিল ১৪৮টি কেন্দ্রে। বাকি ৩৫টি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য এবং ৪৭টি আসন সংরক্ষিত তফসিলি উপজাতির জন্য। এবারে নির্বাচনে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পায় বিজেপি। এই রাজ্যে ভোট গণনার শেষে দেখা যায়, বিজেপি পেয়েছে ১৬৩টি আসন, কংগ্রেস পেয়েছে ৬৬ টি আসন, অন্যান্যরা ১ টি আসনে জয়লাভ করেছে।

ছত্তিশগড়ঃ এবারের বিধানসভা ভোটের আসরে ছত্তিশগড়ের রাজনীতির ময়দান ছিল জমজমাট। জোর তৎপরতা রাজনৈতিক দলগুলির অন্দরে। ছত্তিশগড়ে ভোট হয়েছে মোট ৯০টি আসনে। তার মধ্যে জেনারেল সিট রয়েছে ৫১টি। বাকি আসনগুলি মধ্যে যথাক্রমে ১০টি ও ২৯টি আসন তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত রয়েছে। ছত্তিশগড়ে এবারের বিধানসভায় ভোট হয়েছে মোট দু’দফায়। ভোটগণনা হয় ৩ ডিসেম্বর। এবারের নির্বাচনে ছত্তিশগড়ের ক্ষমতা দখল করে বিজেপি। বিজেপির প্রাপ্ত আসনসংখ্যা ৫৪। কংগ্রেসের দখলে গিয়েছে ৩৫ টি আসন। অন্যান্য ১।

রাজস্থানঃ এবার ২০০টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে রাজস্থানে। তার মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৩৩টি আসন এবং তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত ২৫টি আসন। বাকি ১৪২টি আসন জেনারেল সিট। রাজস্থানে এবার ভোট হয়েছে এক দফাতেই। ভোটগ্রহন হয় ২৫ নভেম্বর। গণনা হয়েছে ৩ ডিসেম্বর। রাজস্থানের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ জানুয়ারি। এই নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। বিজেপির দখলে যায় ১১৫টি আসন, কংগ্রেসের দখলে যায় ৬৯টি আসন, বিএসপি পেয়েছে ২টি আসনে, অন্যান্যদের দখলে যায় ১৩টি আসন।

তেলঙ্গনাঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জমে উঠেছিল তেলঙ্গনার রাজনীতির ময়দানও। রাজনৈতিক দলগুলির মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। গত ৩০ নভেম্বর এক দফাতেই ভোট হয় তেলঙ্গনার ১১৯টি বিধানসভা কেন্দ্রে। ভোটগণনা হয় ৩ ডিসেম্বর। এবারের বিধানসভা ভোটে তেলঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে জেনারেল সিট ৮৮টি। বাকি আসনগুলির মধ্যে ১২টি তফসিলি জাতি ও ১৯টি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। তেলঙ্গনার বর্তমান বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী বছরের ১৬ জানুয়ারি। তার আগেই নতুন সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। এবারের নির্বাচনে এই রাজ্যে কংগ্রেসের দখলে গিয়েছে ৬৪টি আসন। বিআরএসের দখলে গিয়েছে ৩৯টি আসন, বিজেপি পেয়েছে ৮টি আসন, মিমের দখলে গিয়েছে ৭টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ১।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Singapore Airlines | মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঝাঁকুনি, মৃত্যু যাত্রীর, আহত বেশ কয়েকজন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (Singapore Airlines) বিমানে ভয়ংকর ঝাঁকুনি। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই বিমানে মৃত্যু হল এক যাত্রীর। আহত বেশ কয়েকজন। সিঙ্গাপুর...

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডে মঞ্জুর আগাম জামিন! স্বস্তিতে আনন্দ বোসের ওএসডি সহ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।...

Mumbai | বিমান অবতরণের সময় ধাক্কা, মুম্বইয়ে মৃত্যু ৩৬ ফ্লেমিঙ্গো পাখির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিমানের ধাক্কায় মৃত্যু হল ৩৬টি ফ্লেমিঙ্গো পাখির (Flamingo)। আহতও হয়েছে আরও বেশিকিছু ফ্লেমিঙ্গো। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপারের পন্তনগরের...

Balurghat | বাস টার্মিনাসে ইমারতি সামগ্রীর স্তূপ, বাড়ছে চলার ঝুঁকি

0
বালুরঘাট: বালুরঘাট পুরসভা বাসস্ট্যান্ড জুড়ে অবৈধভাবে রাখা হচ্ছে নির্মাণসামগ্রী। যার ফলে সমস্যায় পড়ছেন গাড়ি চালক থেকে নিত্য যাত্রীরা। তবে পরিস্থিতি শুধু বাস স্ট্যান্ড চত্বরেই...

ধর্ষণের অভিযোগের মীমাংসা থানায়, অভিযুক্তকে দিয়েই ভূরিভোজের আয়োজন

0
পুণ্ডিবাড়ি: থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু থানা অভিযোগ না নিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। শুধু তাই নয়, অভিযোগ, এরপর অভিযুক্তকে দিয়ে...

Most Popular