উত্তরবঙ্গ

তৃণমূল থেকে আসা নেতাদের প্রার্থী পদ! বিজেপি দপ্তরেই অনশনে নেত্রী

রায়গঞ্জ: প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় এবং সদ্য তৃণমূল ত্যাগীরা টিকিট পেয়ে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির নেতা-নেত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশই বাড়ছে। এবার সেই ক্ষোভ দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। বিজেপির জেলা সহ সভাপতি বীণা ঝা শুক্রবার দলের নেতৃত্ব ও সাংসদের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে রায়গঞ্জ বিজেপির জেলা কার্যালয়ের সামনে অনশনে বসেন। বেলা গড়িয়ে দুপুর হলেও তিনি অনশন চালাতে থাকেন।

বীণাদেবী অভিযোগ করে বলেন, ‘জেলা সভাপতি ও সাংসদ কথা দিয়ে কথা রাখেননি। আমাকে রায়গঞ্জের ১৭ নম্বর জেলা পরিষদ আসনে প্রথমে প্রার্থী করার কথা দিলেও পরে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির আসনে ২৫ নম্বর আসনে প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র জমা দিতে বলেন। আমি মনোনয়নপত্র জমা করি। এখন নেতারা বলছেন আমার জায়গায় প্রার্থী হবেন সদ্য তৃণমূল থেকে আসা মানস ঘোষের স্ত্রী। ২৭ নম্বর আসনে আমাদের দলের প্রার্থী হবেন মানস ঘোষ। দলের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।’ মানস ঘোষ জয়ী হয়েই আবার তৃণমূলে চলে যাবেন বলে দাবি করেন তিনি। যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে ততক্ষণ অনশন চলবে বলে দাবি করেন তিনি।

দলের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তিনি বলেন, ‘যারা সারা বছর দলের ঝান্ডা বহন করে তাঁদের এভাবে সরিয়ে দিয়ে সদ্য তৃণমূল থেকে আগত একজনকে প্রার্থীপদ দেওয়া ঠিক হবে না। দলের নীচু তলার কর্মীদের মনোবল ভেঙে পড়বে। গ্রামেগঞ্জে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে থাকেন বীণাদেবী। আশাকরি এ ব্যাপারে দল সঠিক সিদ্ধান্ত নেবে।‘ যদিও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।

সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, বীণাদেবীর বয়স হয়েছে তাই তিনি বুঝতে চাইছেন না। আমরা তাঁর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলব। এটা তো ছোট ব্যাপার। পঞ্চায়েত নির্বাচনে কত বিষয় আসে, একসঙ্গে একটা আসনে পাঁচটা-ছয়টা করে নমিনেশন জমা পড়েছে। মানস ঘোষের টিকিট পাওয়ার বিষয়টি আমার জানা নেই। উনি টিকিট চেয়েছিল দেওয়া হয়নি। তবে ওনার স্ত্রীর জন্য চেয়েছেন সেটা বিবেচনা করবে দল। সদ্য তৃণমূল ত্যাগী মানস ঘোষের দাবি, ‘আমার স্ত্রী তো ভোটে নমিনেশনই জমা করেনি। দল কী করবে জানি না। বীণাদেবী আমার বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন, সেটা তাঁর ব্যাপার।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Arpita Mukherjee | এবার আয়কর দপ্তরের নজরে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা, টাকার উৎস জানতে জেলে গিয়ে জেরার আর্জি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)…

3 mins ago

Minor Rape | স্কুল যাওয়ার পথে নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

কালিয়াগঞ্জ: ফের নাবালিকা ধর্ষণের(Minor Rape) ঘটনা ঘটল কালিয়াগঞ্জে। দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ…

12 mins ago

Mid Day Meal | মিড-ডে মিলে মরা সাপ! প্যাকেট খুলতেই আঁতকে উঠলেন শিশুর বাবা-মা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিড-ডে মিলে (Mid Day Meal) আরশোলা, টিকটিকি এরকম খবর আগেও অনেকবার…

31 mins ago

Wedding special | তৃণমূলনেত্রীকে প্রণাম করে পঞ্চায়েত অফিসে বসেই আইবুড়ো ভাত খেলেন বিডিও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত বর বা কনের মা বিয়ের আগে শেষ বারের মতো পরিপাটি…

32 mins ago

Balurghat | স্বনির্ভর গোষ্ঠীর ৩০ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ

বালুরঘাট: বালুরঘাট(Balurghat) ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর(self-help groups) সংঘ নেত্রীরা প্রায় ৩০ লক্ষ টাকা…

34 mins ago

Kashmir Heatwave | ভাঙল গত ২৫ বছরের রেকর্ড, তাপমাত্রায় কলকাতাকে হারাল কাশ্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কবলে ভূস্বর্গ। গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে এত…

42 mins ago

This website uses cookies.