কোচবিহার

প্রার্থীতালিকায় চমক, পঞ্চায়েত নির্বাচনের আকাশে ‘রামধনু’ পিংকি

বুল নমদাস, নয়ারহাট : পঞ্চায়েত ভোটে মাথাভাঙ্গায় বিজেপির প্রার্থীতালিকায় বড় চমক। জেলা পরিষদের ৯ নম্বর আসনে বিজেপি প্রার্থী করল বৈরাগীরহাটের বৃহন্নলা সমাজের কর্ণধার পিংকি বর্মনকে। পিংকি বৃহস্পতিবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিযেছেন। ওই আসনে গতবার জিতেছিলেন তৃণমূলের শুক্লা রায় বিশ্বাস। এবারও তাঁকে তৃণমূল ওই আসনে প্রার্থী করেছে। শুক্লাদেবীর তুলনায় রাজনীতিতে অনভিজ্ঞ পিংকি কিন্তু জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। তাঁর কথায়, ‘ভিক্ষাবৃত্তি করে সারাবছর মানুষের সেবা করি। বৃহত্তর পরিসরে সেবা করার লক্ষ্যেই ভোটের আঙিনায় পা রাখলাম। মানুষের আশীর্বাদে ভোটে আমিই জিতব।’

বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি মনোজ ঘোষ বলেন, ‘সেবামূলক কাজের জন্য পিংকি এলাকায় যথেষ্ট পরিচিত। উনি বিজেপির মতাদর্শে বিশ্বাসী। ভোটে জিতে মানুষের সেবা করার সুযোগ করে দিতেই দল তাঁকে প্রার্থী করেছে। তিনি জিতবেন।’ তৃণমূলের মাথাভাঙ্গা ১(এ) সাংগঠনিক ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন অবশ্য মনে করেন, ‘উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ তৃণমূলকেই ভোট দেবেন। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কে দাঁড়ালেন সেটা কোনও ফ্যাক্টর নয়। ওই আসনে তৃণমূল প্রার্থীই জিতবেন।’ তবে তৃণমূলের ‘ওজনদার’ প্রার্থীর বিরুদ্ধে  ভোটের ময়দানে বৃহন্নলা সমাজের পিংকিকে দাঁড় করানোর ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িযে পড়েছে।

ভোটের আলোচনার কেন্দ্রবিন্দু এখন পিংকিই। উত্তরবঙ্গে বৃহন্নলা সমাজের বড় মা বলে পরিচিত সোনামণি শেখ। তিনি রাজ্য ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যও। তিনি ফোনে বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। দেশের মানুষের সেবা ও উন্নয়নমূলক কাজ করতে লিঙ্গের বৈষম্য থাকা উচিত নয়। ভোটে জিতে পিংকি যদি জনপ্রতিনিধি হন তাহলে বৃহন্নলাদের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। বৃহন্নলারাও আরও অগ্রসর হতে পারবেন।’

দেশ ও দেশের বাইরেও ভোটে জিতে বৃহন্নলাদের জনপ্রতিনিধি হওয়ার উদাহরণ রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এমন নজির নেই। বৃহন্নলাদের সংগঠন সূত্রে খবর, বহুদিন আগে শিলিগুড়ি পুরনিগমের ভোটে ময়না দাস নামে এক বৃহন্নলা নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন। কিন্তু সামান্য ব্যবধানে তিনি হেরে যান। এবার সেই পথেই হাঁটলেন পিংকি। ভোটে জিতলে পিংকিই হবেন বৃহন্নলাদের মধ্যে উত্তরবঙ্গের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি।

বৈরাগীরহাট বাজার সংলগ্ন এলাকায় অন্তত ৩০ জন বৃহন্নলা বাস করেন। বৃহন্নলাদের সংগঠন ‘জীবন গাড়ি ফেরিওয়ালা’র কর্ণধার ৩২ বছরের পিংকি। এখানকার ১৪ জন বৃহন্নলার ভোটাধিকার রয়েছে। নবজাতকের মঙ্গল কামনা ও গানবাজনা করার মধ্যে দিযে উপার্জিত অর্থেই পেট চলে তাঁদের। তবু সারাবছর নানা সেবামূলক কাজের সঙ্গে জড়িত তাঁরা। নিজেদের উদ্যোগে অনাথ আশ্রম তৈরি করছেন তাঁরা। কয়েকজন অসহায় বৃদ্ধাকে নিজেদের আশ্রয়ে রেখে অনেকদিন ধরেই ভরণ-পোষণ দিচ্ছেন। প্রার্থী হওয়ার পর পিংকি বলছেন, ‘একটাই তো জীবন। নিজেদের পেট চালিয়ে যা সঞ্চয় হয় তা যদি মানুষের কাজে লাগে ক্ষতি কী? ভোটে জিতলে আরও বেশি মানুষের সেবা করতে পারব।’

Sourav Roy

Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Recent Posts

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন আসনে লড়াই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে…

7 mins ago

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম…

7 hours ago

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল…

9 hours ago

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ…

9 hours ago

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম…

9 hours ago

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

10 hours ago

This website uses cookies.