Monday, May 20, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গতৃণমূলের সভায় অপবিত্র হয়েছে শালবাড়ি! গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি

তৃণমূলের সভায় অপবিত্র হয়েছে শালবাড়ি! গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি

বক্সিরহাট: তৃণমূলের কর্মীসভার জেরে অপবিত্র হয়েছে শালবাড়ি। শুক্রবার গোবর জল ছিটিয়ে সভাস্থল শুদ্ধিকরণে নামল বিজেপি। তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাইস্কুলের মাঠে চলে ওই শুদ্ধিকরণ কর্মসূচি। এই কর্মসূচি ঘিরে ঘাসফুল ও পদ্ম শিবিরের মধ্যে তর্জা শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাইস্কুলের মাঠে তুফানগঞ্জ বিধানসভা ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলার একঝাঁক নেতা-নেত্রী। সেই সভামঞ্চ থেকে বিজেপির সাংসদ, বিধায়ককে নিশানা করতে শোনা যায় জেলা তৃণমূল নেতাদের। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, অমিত শাকে উত্তরের মাসান ঠাকুরের সঙ্গে তুলনা করতেও শোনা যায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। উত্তরের দেবতা মাসান ঠাকুর এবং ভারতীয় জনতা পার্টির নেতাদের নিয়ে কুৎসা রটানোর প্রতিবাদে ওইদিন রাতেই শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট বাজার এলাকায় ধিক্কার মিছিল করে বিজেপি।

এদিন শালবাড়ি-১ অঞ্চল বিজেপির তরফে ঝাঁটা হাতে সভাস্থল সাফাইয়ের পাশাপাশি গোবর জল ছিটিয়ে পবিত্র করা হয় সভাস্থল। এ ব্যাপারে বিজেপি নেতা তাপস প্রধান জানান, মাসান ঠাকুর এবং ভারতীয় জনতা পার্টির নেতাদের নামে কুৎসা রটিয়েছে চোর তৃণমূল। এদের উপস্থিতিতে অপবিত্র হয়েছে শালবাড়ি এলাকা। তাই গোবর জল ছিটিয়ে পবিত্র করা হয়েছে সেই সভাস্থল। বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি নিয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল। তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূলের সহ সভাপতি নিরঞ্জন সরকার বলেন, ‘আগে নিজের দলকে শুদ্ধিকরণ করুক বিজেপি, ওই দলে চোর গুন্ডা মস্তান ভর্তি।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (Paschim Medinipur SP)...

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ববিতার ঝুলন্ত দেহ। কিন্তু...

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

0
আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্ণপুরের ভুতাবুড়ি...

Maoist Attack | ওডিশার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত ওডিশা। সোমবার কালাহান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত নুয়াপাড়ার পাহাড়, জঙ্গল ঘেরা এলাকায় হামলা চালায় মাওবাদী গেরিলা বাহিনী। মাওবাদীদের...

Researcher Death | মর্মান্তিক পরিণতি গবেষক ছাত্রীর! সুবিচার চেয়ে অবরোধ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

0
তুফানগঞ্জ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক (North Bengal University Researcher) ববিতা দত্তের মৃত্যুর (Researcher Death) ঘটনায় সুবিচারের দাবিতে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তুফানগঞ্জ মহকুমা...

Most Popular