উত্তরবঙ্গ

BJP | বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা হবিবপুরে

সিদ্ধার্থশংকর সরকার, হবিবপুর: পোস্টার ও পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হবিবপুরের রাজনৈতিক মহলে। বুলবুলচণ্ডী এলাকায় বিজেপির লাগানো পোস্টার, ব্যানার ও পতাকা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিজেদের গড়ে বিরোধী গোষ্ঠীর এমন কাজ মানতে পারছে না গেরুয়া শিবির। ঘটনার বিবরণ জানিয়ে বিজেপির তরফে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরেও এনেছেন বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির।

লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপও বাড়ছে মালদার হবিবপুরে। সোমবার সকালে বিজেপির পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই ব্লকের বুলবুলচণ্ডী এলাকায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির পোস্টার, ব্যানার, দলীয় পতাকা ছিঁড়েছে। বুলবুলচণ্ডী থেকে কেন্দুয়া রোডে বিজেপির পোস্টার নেই বলে দাবি বিজেপি নেতৃত্বের। অথচ তৃণমূলের পোস্টার রয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এধরনের কার্যকলাপ করছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, গত তিনদিন ধরে একের পর এক পোস্টার এবং ব্যানার উধাও হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টি দলীয় পতাকা, ব্যানার লোপাট করে দেওয়া হয়েছে। ঘটনায় হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনেও নালিশ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার পুলিশকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।

এবিষয়ে উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, ‘হবিবপুরের বুলবুলচণ্ডীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির পোস্টার, ব্যানার, পতাকা ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছে। ভোটে জিততে পারবে না বলে তারা এধরনের নোংরা রাজনীতি শুরু করেছে। আমরা ওই ঘটনার প্রতিবাদ করে থানায় অভিযোগ জানিয়েছি।’

তবে অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এবিষয়ে বুলবুলচণ্ডী অঞ্চল তৃণমূলের সভাপতি রাজিব দাগা বলেন, ‘বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে। তৃণমূল এধরনের নোংরা রাজনীতি করে না। পোস্টার, ব্যানার ছেঁড়ার বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।’

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

হাতির হামলায় ভাঙল দোকান ঘর,ক্ষতি ফসলের সুভাষ বর্মন,ফালাকাটা,১৯ মে:হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার বালুরঘাট,বংশীধরপুর,রাইচেঙ্গা…

23 mins ago

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ…

24 mins ago

নতুন মডেল

  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন।…

1 hour ago

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

1 hour ago

সবার দায় আর নেওয়া নয়

  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে,…

2 hours ago

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায়…

2 hours ago

This website uses cookies.