Featured

Dhanush-Aishwarya | আলাদা হচ্ছেন ধনুষ-ঐশ্বর্যা, আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দম্পতির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’বছর আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী অভিনেতা ধনুষ ও তাঁর স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্ত। এবার চেন্নাইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন দম্পতি। উভয়পক্ষের সম্মতিতেই এই বিচ্ছেদ বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে সমাজমাধ্যমে একটি যৌথ বিবৃতি দিয়ে ধনুষ-ঐশ্বর্যা বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলে। সেই বিবৃতিতে তাঁরা জানান, ‘১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দু’জনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্রভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’

২০০৪ সালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যার সঙ্গে বিয়ে হয় ধনুষের। বিয়ের পর ঐশ্বর্যা নিজের নাম বদলে রেখেছিলেন ‘ঐশ্বর্যা আর ধনুষ’। ১৮ বছর বাদে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর সমাজমাধ্যমে তিনি নিজের নাম পরিবর্তন করে হন ‘ঐশ্বর্যা রজনীকান্ত’। বিচ্ছেদ ঘোষণার পর থেকেই আলাদা আলাদা থাকতেন তাঁরা। অনুগামীদের আশা ছিল হয়ত সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবার একত্রিত হবেন তাঁরা। কিন্তু অবশেষে আইনি বিচ্ছেদের সিদ্ধান্তই চূড়ান্ত করলেন তাঁরা।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

CV Ananda Bose | রাজ্যপালের বিরুদ্ধে এসইটি (SET) গঠন কলকাতা পুলিশের, রাজভবনে গিয়ে শুরু তদন্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল গঠন করে অনুসন্ধানে নামল পুলিশ। লালবাজার…

18 mins ago

Lok sabha election | ভোট লুটের আশঙ্কা! উত্তর মালদায় ৪ শতাধিক বুথকে অতিস্পর্শকাতর ঘোষণার দাবি কংগ্রেসের

মালদাঃ পুলিশকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের মতো ভোট লুট করতে চাইছে তৃণমূল। এমনই আশঙ্কা করছেন উত্তর…

18 mins ago

Jalpaiguri | মুখ থুবড়ে পড়েছে গাপ্পি মাছ চাষের প্রকল্প, বেহাল স্বাস্থ্য দপ্তরের দুটি ট্যাংকার

জলপাইগুড়ি: খোদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ম্যালেরিয়া রোগ নিরোধক প্রকল্পের অঙ্গ স্বরূপ গাপ্পি মাছ…

31 mins ago

Siliguri | ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৪

শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি…

55 mins ago

Fire | বিদ্যুতের তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, কিশনগঞ্জে ভস্মীভূত ১০ টি বাড়ি

কিশনগঞ্জঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ১০টি বাড়ি। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে কিশনগঞ্জের মিহীনগাঁও গ্রাম…

1 hour ago

High Madrasah Result | হাই মাদ্রাসার পরীক্ষায় ভালো ফল রতুয়ার, মেধা তালিকায় ঠাঁই পেল তিন ছাত্রী

সামসী: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার।…

2 hours ago

This website uses cookies.