বৈষ্ণবনগর: ৩০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি! আর সেই টাকা না মেলায় পড়ুয়াকে খুনের অভিযোগ উঠল সহপাঠী সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত পড়ুয়ার নাম সাজিদ হোসেন। সে মালদার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। নিটের প্রস্তুতির জন্য গত সাত মাস ধরে নিউটাউনে একটি ভাড়াবাড়িতে থাকত সে। শুক্রবার নিউটাউনের ভাড়াবাড়ি থেকে সাজিদের সুটকেসবন্দি দেহ উদ্ধার হয়। অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার।
এদিন ভোরে নিউটাউনের ভাড়াবাড়ির খাটের তলা থেকে সাজিদের দেহটি মেলে। তার মুখ সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। ওই পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মুক্তিপণ না দেওয়াতেই খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। দুই বান্ধবী সহ আরও চারজনকে আটক করা হয়েছে।
মৃতের বাবা মুক্তার হোসেন জানান, খুনের ঘটনায় পাপ্পু ও গৌতম নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে মৃতের পরিবার।