Monday, May 20, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গদেহের খোঁজ মিলেছে শীতলকুচির হরিনাথের, এখনও নিখোঁজ দিনহাটার জিশান

দেহের খোঁজ মিলেছে শীতলকুচির হরিনাথের, এখনও নিখোঁজ দিনহাটার জিশান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করমণ্ডল দুর্ঘটনায় কোচবিহারের শীতলকুচির হরিনাথ বর্মণের(৩২) দেহের খোঁজ মিলল। সোমবার দুপুরে ওডিশার ভুবনেশ্বরের একটি হাসপাতালে হরিনাথের দেহ শনাক্ত করলেন তাঁর পরিবারের সদস্যেরা। এদিন সকালেই বালেশ্বরে পৌঁছন হরিনাথের জেঠু মনীন্দ্রনাথ বর্মণ ও তাঁর স্ত্রী বিউটি বর্মণ। সেখান থেকে ভুবনেশ্বর যান তাঁরা। মনীন্দ্রনাথ জানান, ভুবনেশ্বরের একটি হাসপাতালে হরিনাথের দেহ শনাক্ত করেন তাঁরা। রাতেই বাড়ির উদ্দেশে তাঁরা রওনা দেবেন। কান্নায় ভেঙে পড়ে হরিনাথের স্ত্রী বলেন, ‘‘এ ভাবে চলে যাবে, কখনও ভাবিনি, এখন আমাদের বেঁচে থাকা কষ্টের।’’ হরিনাথের ছোট দুই সন্তান রয়েছে। বাড়িতে তাঁর বাবা রণজিৎ বর্মণ ও মা কল্পনা বর্মণ কান্নায় ভেঙে পড়েছেন। এদিকে দিনহাটার ওকরাবাড়ির জিশান আলমের খোঁজ অবশ্য এখনও পাওয়া যায়নি। তাঁর খোঁজে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরে চলছেন পরিবারের সদস্যেরা।

এদিন বালেশ্বর থেকে ফোনে জিশানের দাদা ফিরোজ রহমান এবং আলমগির হক জানান, এখন পর্যন্ত দশটি হাসপাতালে খোঁজ করেছেন তাঁরা। যে ভাবে স্থানীয় প্রশাসন তাঁদের বলছে, সে ভাবেই প্রতিটি হাসপাতাল যাচ্ছেন তাঁরা। ফিরোজ বলেন, ‘‘ভুবনেশ্বরের ছ’টি, বালেশ্বরে দু’টি এবং ঘটনাস্থলের কাছে দু’টি হাসপাতালে জিশানকে তন্নতন্ন করে খুঁজেছি। এখনও খোঁজ মেলেনি।’’

জিশানের পরিবারের তরফে সোমবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়, জিশান যে অবস্থায় থাকুন, তাঁকে যেন উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জিশানের আত্মীয়রা জানান, ট্রেন দুর্ঘটনায় রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। রেল দপ্তরে কোনও গাফিলতি রয়েছে, সেজন্য তাঁকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এদিকে জিশানের স্ত্রী সাবানা বিবি গুরুতর অসুস্থ। রবিবার রাতে দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
শালবাড়িতে নেওরা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি। - ইতিমধ্যে নেওরা নদীর ভাঙ্গনে নদী গর্ভে চলে গেছে বহু জমি। নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা...

Molestation | ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে শ্লীলতাহানি, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গণধোলাই জনতার  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার উলুবেড়িয়ার কুলগাছিয়ায় এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। এবার আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল হুগলির...

অধীরের ভবিষ্যৎ কি বিজেপিতে

0
জয়ন্ত ঘোষাল কংগ্রেস কান্ডারি রাহুল গান্ধি একদা এক একান্ত সাক্ষাত্কারে আমাকে বলেছিলেন, ‘অধীর চৌধুরী একজন স্ট্রিট ফাইটার।’ সেই কারণে অধীরকে লোকসভায় কংগ্রেসের নেতা করা হলেও...

Akshay Kumar | ছিলেন কানাডার নাগরিক! ভারতীয় হিসেবে প্রথমবার ভোট দিয়ে কী জানালেন অক্ষয়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগে ছিলেন কানাডার (Canada) নাগরিক। ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব (Indian citizenship) পেয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। এবারের লোকসভা...

চাওয়া না পাওয়ার স্বপ্নের খেলায়

0
তাপসী লাহা ছোটবেলায় শিক্ষক হওয়ার স্বপ্ন দেখিনি কোনওদিন। ঝলমলে রাংতার শৈশব বড়জোর পুলিশ হওয়ার কথা ভাবত। মা-বাবা, বড়দের সঙ্গে বসে দেখত যখন দূরদর্শনের পর্দায়...

Most Popular