রাজ্য

Railway | বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ নির্মাণে সবুজ সংকেত, দাবি সুকান্তর

বালুরঘাট: বালুরঘাট-হিলির পর এবার জট কাটতে চলেছে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের প্রকল্পের। ঘোষণার পর দীর্ঘদিন এই প্রকল্পকে কার্যত ঠান্ডা ঘরে পাঠানো হয়েছিল। অবশেষে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় এই প্রকল্পের কাজ চালু করতে সম্মত হয়েছে রেল দপ্তর। ইতিমধ্যেই ভারতীয় রেল বোর্ডের তরফে উত্তর-পূর্ব রেলওয়েকে এবিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।

ঘোষণার দীর্ঘ ১২ বছর পর বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণের কাজ গতি পেয়েছে। কিন্তু বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ ও গুঞ্জরিয়া-ইটাহার রেলপথ স্থাপনের কাজ ঠান্ডা ঘরেই ছিল। এই প্রকল্পগুলি যাতে চালু করা যায় তা নিয়ে গত কয়েক বছর ধরেই তদ্বির করে চলেছেন সুকান্ত মজুমদার। এছাড়াও বুনিয়াদপুরে পড়ে থাকা রেলের জমিতে নতুন প্রকল্প স্থাপনের প্রস্তাব নিয়েও সরব হয়েছেন তিনি। বুধবার তিনি যেমন বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথের কাজ চালুর চিঠি হাতে পেয়েছেন, তেমনই বুনিয়াদপুরের জমিজট কেটে গিয়েছে বলেও দাবি করেছেন।

গত মাসেই এই প্রকল্পগুলি রূপায়নের দাবি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন সুকান্ত। ওই বৈঠকের পর এই প্রকল্পগুলি নিয়ে আশাবাদী ছিলেন তিনি। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে রেলের এই নড়াচড়ায় খুশি তিনি।

এদিন সুকান্ত বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ স্থাপনের কাজ শুরু হতে চলেছে। আজ রেল দপ্তরের অভ্যন্তরীণ একটি চিঠি হাতে পেয়েছি। রেল মন্ত্রকের তরফে এই কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন রেল লাইন প্রোজেক্টের কাজকে ইতিমধ্যে ডিফ্রিজ করা হয়েছে। রেল মন্ত্রকের তরফে কিছুদিনের মধ্যে এই প্রোজেক্টে অর্থ বরাদ্দ ও সমীক্ষার কাজ শুরু করা হবে। এর সঙ্গে বুনিয়াদপুরে রেলের জমিতে আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় স্টেডিয়াম গড়ার বিষয়টিও একধাপ এগিয়েছে। এর আগে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের তরফে বুনিয়াদপুর রেলস্টেশনের পাশে নতুন স্টেডিয়ামের জন্য রেল দপ্তরকে চিঠি দেওয়ার পর এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষে তিন হেক্টর জায়গা বরাদ্দ করার আশ্বাস দিয়ে পালটা চিঠি দেওয়া হয়েছে। এই জমি পেলেই স্টেডিয়াম গড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Shootout | হাওড়ার পঞ্চায়েত অফিসে চলল এলোপাতাড়ি গুলি! জখম এক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়ার পঞ্চায়েত অফিসে চলল এলোপাতাড়ি গুলি। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হাওড়ার…

26 mins ago

Dev Blood Donation | জাঁকজমক নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি ব্যতিক্রমী, তিনি অন্যদের থেকে আলাদা। তিনি শিখিয়েছেন সৌজন্যের রাজনীতি। সুতরাং…

38 mins ago

Madhyamik Result | রাজ্যে নবম অস্মিতা চক্রবর্তী, ডাক্তার হতে চায় পতিরামের মেয়ে

পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহরের বাইরে একমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে অস্মিতা চক্রবর্তী। পতিরাম(Patiram)…

41 mins ago

Goldy Brar | গ্যাংস্টার গোল্ডি ব্রার খুন হননি! বিবৃতি দিয়ে জানাল মার্কিন পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মারা যাননি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) খুনে প্রধান…

1 hour ago

Madhyamik Result | রাজ্যে দশম ও জেলায় প্রথম রায়গঞ্জের ভৌমি

রায়গঞ্জ: মাধ্যমিকে(Madhyamik Result) রাজ্যে দশম স্থান অধিকার করল রায়গঞ্জ(Raiganj) গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি…

1 hour ago

Narendra Modi | ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে, কোথায় জনসভা করবেন নমো?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।আগামীকাল কৃষ্ণনগর, বর্ধমান…

2 hours ago

This website uses cookies.