রাজ্য

Manik Saha | মালদায় বিজেপির প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বন্ধ থাকছে স্কুল

মালদা: অন্য দল নাম ঘোষণা করতে না পারলেও বিজেপির প্রার্থীরা জোরকদমে নেমে পড়েছেন প্রচারে। বৃহস্পতিবার মালদায় প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপির মুখপত্র অজয় গাঙ্গুলি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় রেলপথে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বেলা ১১টা থেকে পুরাতন মালদার একটি বিলাসবহুল হোটেলে উত্তর মালদার বুথ সভাপতিদের নিয়ে দলীয় বৈঠক করবেন। দুপুর সাড়ে তিনটায় মালদা শহরের ৭ নম্বর ওয়ার্ডে দক্ষিণ মালদার প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেবেন। বিকেল পাঁচটায় রেলপথে তিনি ফিরে যাবেন।’

মানিক সাহার এই কর্মসূচি নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেলেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য মালদা শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠান বার্লো বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে চারদিন বন্ধ রাখার জন্য চিঠি দিয়ে জানাল জেলা পুলিশ। আর এই ঘটনাটি সামনে আসতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূল নেতাদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না। অন্য কোনও জায়গায় নিরাপত্তাকর্মীরা থাকতেই পারতেন।

আর প্রশ্নটা উঠেছে এখানেই। সাড়ে সাত ঘণ্টার সফরে কেন স্কুল বন্ধ চারদিন? যদিও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানিয়েছেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তার কথা বলা হয়েছে, তা নগণ্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে যে ব্যবস্থা হয়ে থাকে, তার থেকে অনেক কম ব্যবস্থা করা হয়েছে।’ এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানিয়েছেন, ‘জেলা পুলিশ সুপারের অফিস থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসার জন্য ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে ওই স্কুলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ১০০ জন পুলিশকর্মী থাকবে। যদিও এর মাঝে ৮ মার্চ শিবরাত্রি সরকারি ছুটি রয়েছে।’

হঠাৎ করে জেলা পুলিশের এমন চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। চরম অসন্তোষ প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সী বলেন, ‘এটা কোনও সরকারি কর্মসূচি নয়, রাজনৈতিক প্রচার। মালদাই অনেক জায়গা রয়েছে নিরাপত্তা কর্মীদের থাকার জন্য। শিক্ষাপ্রতিষ্ঠান হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা ঠিক নয়।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Theft incident in Siliguri | গৃহকর্তা তারাপীঠে, সেই সুযোগে ঘর খালি করল চোরের দল

শিলিগুড়ি: তারাপীঠে (Tarapith mandir) পুজো দিতে গিয়েছেন এক দম্পতি। সেই সুযোগে বাড়িতে উপস্থিত হল চোরের…

2 mins ago

Abhishek Banerjee | ‘বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্ণীর ভাণ্ডার’, মঙ্গলকোটে দাবি অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে লক্ষ্ণীর ভাণ্ডার।’ সোমবার বোলপুর লোকসভা…

23 mins ago

Kangana Ranaut | ‘ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনজির পর সবচেয়ে বেশি সম্মান পাই’ ভোটপ্রচারে দাবি কঙ্গনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিমাচলের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থী (BJP) হিসেবে ঘোষণা করা হয়েছে…

45 mins ago

Kishanganj | ঠাকুরগঞ্জ-পোয়াখালি রেললাইন পরিদর্শনে কিশনগঞ্জের জেলাশাসক

কিশনগঞ্জ: ঠাকুরগঞ্জ-পোয়াখালি পর্যন্ত ২৫ কিমি নতুন রেললাইন পরিদর্শন করলেন কিশনগঞ্জের জেলাশাসক তুষার শ্রীংলা। এই রেললাইনের…

47 mins ago

North Bengal Weather | আজই আছড়ে পড়বে কালবৈশাখী, কমলা সতর্কতা জারি উত্তরের দুই জেলায়

সানি সরকার, শিলিগুড়ি: কয়েক ঘণ্টার মধ্যেই জলপাইগুড়ি এবং কোচবিহারে আছড়ে পড়বে কালবৈশাখী(Kalbaisakhi)। যার গতিবেগ ঘণ্টায়…

47 mins ago

Job seekers death | শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না, অকাল মত্যু হল এক এসএলএসটি আন্দোনকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অকাল মত্যু হল এক এসএলএসটি আন্দোনকারীর। অধরাই রয়ে গেল তাঁর শিক্ষক…

1 hour ago

This website uses cookies.