উত্তরবঙ্গ

ফুটপাথের উপর ব্যবসা, ঠুঁটো জগন্নাথ প্রশাসন

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: রাস্তার উপরেই কড়াইয়ে গরম তেল টগবগ করছে, রান্না হচ্ছে। বিকেলের পর শহরের লাইফলাইন বিএফ রোডের ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে কোনও গাড়ি ধাক্কা দিলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। মনোজিৎ নাগ বাস টার্মিনাসের ঢোকার রাস্তার মুখেও একই ছবি দেখা যায় দিনভর। শহরের প্রধান রাস্তার একাংশে ভোরের আলো ফুটতেই জামাকাপড়, ফল থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাস্তার একাংশে ফেলে কারবার শুরু হয়। শুধু ফুটপাথ দখল করেই থেমে নেই এরা। রাস্তার একাংশজুড়ে এরকম দোকানপাট বসায় শহরে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে চালানো সম্ভব হয় না। প্রবীণ নাগরিকরা তিতিবিরক্ত। রবিবার রাতে শহরের বেলতলা মোড় এলাকায় চায়ের গুমটিতে গাড়ির ধাক্কায় কয়েকজন জখম হয়েছেন। শহরের নাগরিকদের অভিযোগ, সবকিছু দেখেও যেন হুঁশ নেই প্রশাসনের।

আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের ডিএসপি শান্তনু দেবনাথ বলেন, ‘ক’দিন হল আমি দায়িত্বভার নিয়েছি। শহরের রাস্তা ফুটপাথ দখলমুক্ত করতে শীঘ্রই পদক্ষেপ করা হবে।’ পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী বলেন, ‘রাস্তা ফুটপাথ দখল করে কোনও কারবার চলতে পারে না। বিষয়টি নিয়ে শীঘ্রই পুরসভা ও প্রশাসন ব্যবস্থা নেবে।’

আলিপুরদুয়ার শহরের কোর্ট মোড় থেকে চৌপথি পর্যন্ত বিএফ রোডের দু’ধারে প্রতিদিন শতাধিক দোকানপাট বসছে ফুটপাথ ও রাস্তার একাংশ দখল করে। এছাড়াও শহরের আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডের উপরেই সকালে বাঁশের হাট বসে। ওই রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে দখলদারিতে সংকীর্ণ যাতায়াতের সড়ক। শহরের প্রবীণ নাগরিক সন্তোষ সরকার বলেন, ‘রাস্তার উপরে ও ফুটপাথ দখল করে এত দোকানপাট বসছে, শহরের রাস্তায় এখন হাঁটাচলা করতে ভয় হয়। তবে ফুটপাথ ও রাস্তার একাংশ দখল করে কারবারিদের বিভিন্ন মরশুমে ব্যবসার চরিত্র বদলে যায়। পুজো উৎসবের সময় জামাকাপড়, জুতোর দোকানের সংখ্যা অনেক বেশি দেখা যায়। শীত পড়তেই শীতের বস্ত্র, গরমকালে শীতল পানীয়, থেকে রাস্তায় ডাব, ফলের দোকাদের রমরমা কারবার চলতে থাকে।’

শহরের বাসিন্দারা বলছেন, প্রশাসন কড়া মনোভাব না দেখানোয় রাস্তা দখল করে দিনদিন ওই হকার ও কারবারিদের সংখ্যা বেড়ে গিয়েছে। কিছু স্থায়ী দোকান মালিকও তাদের দোকানের সামনে ফুটপাথের একাংশ দখল করে পসরা সাজিয়ে রাখছে। এহেন পরিস্থিতিতে শহরের রাস্তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সভাপতি রানা চক্রবর্তী বলেন, ‘রাস্তার একাংশ ও ফুটপাথ দখল করে কেউ কারবার করুক এটাকে সংগঠন কোনওভাবেই সমর্থন করে না। বেআইনি ওই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনকে সবরকমভাবে সহযোগিতা করা হবে।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

এবার ভোটে বড় প্রাপ্তি রাহুল গান্ধি

রন্তিদেব সেনগুপ্ত ২০২৪-এর লোকসভা নির্বাচন এখন প্রায় শেষ লগ্নে। আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপর আর…

16 mins ago

Ebrahim Raisi | আশঙ্কাই সত্য, চপার ভেঙে মৃত্যু ইব্রাহিম রাইসির, শোকপ্রকাশ মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চপার ভেঙে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi)। নিহত…

29 mins ago

Sexual harassment | যৌন হেনস্তায় অভিযুক্ত জওয়ানকে সরাল কমিশন, এফআইআর উলুবেড়িয়া থানায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।…

34 mins ago

Lok Sabha Election 2024 | ‘বিজেপির হাতই ধরতে হবে রচনাকে’, বললেন লকেট, পালটা যা বললেন তৃণমূল প্রার্থী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার পঞ্চম দফা ভোট (Lok Sabha Election 2024) শুরু হয়েছে দেশের…

1 hour ago

Missing MP | ভারতে চিকিৎসা করাতে এসে বেপাত্তা বাংলাদেশের সাংসদ, ঢাকায় নিখোঁজ ডায়েরি পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের এক সাংসদ। নিখোঁজ সাংসদের নাম…

2 hours ago

PM Narendra Modi | রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, পঞ্চম দফার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফা শুরু হয়েছে দেশজুড়ে।…

2 hours ago

This website uses cookies.