Tuesday, May 21, 2024
HomeExclusiveBuxa Tiger Reserve | বক্সায় মানসের বাঘের শিকার

Buxa Tiger Reserve | বক্সায় মানসের বাঘের শিকার

আলিপুরদুয়ার: শিবরাত্রির সময় যখন বক্সার জঙ্গলের (Buxa Tiger Reserve) রাস্তায় হাজার হাজার পুণ্যার্থীর ভিড়, তখনই কি সবার অলক্ষ্যে অসমে ফিরে গিয়েছিল বক্সার ‘পরিযায়ী’ বাঘ? সম্প্রতি বনকর্তাদের হাতে যে তথ্য এসেছে, তা থেকে এই প্রশ্নই উঠে আসছে। পাশাপাশি সেই কয়েক মাসে বক্সার জঙ্গলে থাকা বাঘটি (Tiger) অন্তত ছয়টি গোরু বা অন্য কোনও প্রাণী শিকার করেছিল।

নামে টাইগার রিজার্ভ হলেও দীর্ঘ বছর বাঘশূন্যই ছিল বক্সা। সম্প্রতি সংলগ্ন অসম ও ভুটানের বাঘবন থেকে বাঘেরা চলে আসছে এখানে। বক্সা টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর বক্সা বাঘবনে যে বাঘটির বক্সায় ট্র্যাপ ক্যামেরায় ছবি দেখা গিয়েছে, সেই বাঘটির ছবিই অসমের (Assam) মানস টাইগার রিজার্ভের (Manas Tiger Reserve) ট্র্যাপ ক্যামেরায় ২০২৩ সালের জানুয়ারিতে ধরা পড়েছিল। সেই তথ্যপ্রমাণ দপ্তরের হাতে এসেছে। ২০২৩ সালের অক্টোবরে প্রায় চার বছর বয়সি ওই বাঘটি মানস টাইগার রিজার্ভ থেকে বক্সায় চলে আসে। তারপর এখানেই দীর্ঘদিন ছিল। এবছর শিবরাত্রির সময়, অর্থাৎ গত মার্চ মাসের আগে পর্যন্ত বক্সার জঙ্গলে ওই বাঘের গতিবিধিও বনকর্তাদের নজরে এসেছিল। তবে শিবরাত্রির সময় জঙ্গলে ব্যাপক ভিড় হওয়ায় সে মুশকিলে পড়ে। প্রতিকূল পরিস্থিতি আঁচ করে ফের মানসে ফিরে যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ সচরাচর বাঘেরা মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে।

তবে যেটুকু সময় সেই বুনো বক্সায় ছিল, তখন একাধিক তৃণভোজী প্রাণী মেরে খেয়েছে সে। বনকর্মীরা জঙ্গলের ভেতর অন্তত ৬টি গোরুর কঙ্কাল দেখতে পেয়েছেন। তাঁদের অনুমান, সেগুলির সবক’টিই সেই বাঘের শিকার।

এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসেও বক্সার জঙ্গলে একটি পূর্ণবয়স্ক বাঘ এসেছিল। ট্র্যাপ ক্যামেরায় সেটির ছবিও পেয়েছিল বন দপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন, অসম নয়, ওই বাঘটি ভুটানের টাইগার রিজার্ভ থেকে বক্সায় নেমে এসেছিল। বক্সায় বাইরে থেকে বাঘ নিয়ে আসার কথা চলছে। এই পরিস্থিতিতে আগামী কয়েক বছরের মধ্যে সঙ্গিনীর খোঁজে অসম ও ভুটান থেকে বাঘেদের আনাগোনা শুরু হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি বনকর্তাদের। সেজন্য বাঘেদের বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তুলতে বাঘবনে জলাধারের সংখ্যা বাড়ানো, ঘাস লাগানো, বাঘের খাদ্য হিসেবে প্রায় হাজারখানেক হরিণ ছাড়ার মতো আয়োজন করা হচ্ছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kartik Maharaj | ‘হামলা হতে পারে সঙ্ঘের আশ্রমে!’ আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে হামলা হতে...

Sandeshkhali | ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, ভাইরাল ভিডিও কাণ্ডে রেখা পাত্রকে স্বস্তি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্ট স্বস্তি দিল সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি জয় সেনগুপ্তের...

PBU | পিবিইউ-র অধীনে কলেজগুলিতে ৮৫ শতাংশ পড়ুয়াই ফেল

0
কোচবিহার: নয়া শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের রেজাল্টে রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল করলেন। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (PBU) অধীনে থাকা কলেজগুলিতে কলা, বিজ্ঞান...

বাজার ছেয়েছে লেবেলবিহীন সস-ঘিতে, স্বাস্থ্যহানির আশঙ্কা

0
জলপাইগুড়ি: বিগত দুই-তিন বছরে জলপাইগুড়ি শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সীমাহীন ফাস্ট ফুডের দোকান। শুধু তাই নয়, প্রতিদিনই বাড়ছে এই ধরনের খাবারের দোকানের...

America | বেপরোয়া গতির বলি! আমেরিকায় দুর্ঘটনায় মৃত ৩ ভারতীয় বংশোদ্ভূত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) বেপরোয়া গতির বলি তিন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া (Indian-origin student)। আহত হয়েছেন আরও দুই পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটেছে জর্জিয়ার (Georgia)...

Most Popular