উত্তরবঙ্গ

Jalpaiguri | কণ্ঠ বদল করে, ছড়া কেটে গ্রাহক টানার চেষ্টা, নজর কাড়েন এই লটারিওয়ালা

ময়নাগুড়ি: ছন্দ মিলিয়ে কখনও মহিলা কণ্ঠে সাবলীলভাবে কথা বলেন, আবার কখনও বা পুরুষ কণ্ঠে। এই ক্ষমতাকেই কাজে লাগিয়েই রোজগারের পথ বেছে নিয়েছেন বিশেষভাবে সক্ষম কৃষ্ণ সেন। ময়নাগুড়িতে ভ্যানরিকশায় চেপে মাইক্রোফোন (Microphone) হাতে নিয়ে এভাবেই লটারির (Lottery) টিকিট বিক্রি করেন তিনি।

ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড ফার্ম শহীদগড় পাড়ার বাসিন্দা কৃষ্ণ সেন (৬৬)। তাঁর ডান হাতে এবং দু’পায়ে সমস্যা রয়েছে। হাঁটতেও বেশ কষ্ট হয়। নিজের বসবাসের জন্য থাকার জায়গাটুকুও নেই। আসলে দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতায় নিজের মাথা গোঁজবার ঠাঁইটাও গড়ে তুলতে পারেননি। অগত্যা শহরের অদূরে বর্তমানে নিজের শ্বশুর বাড়িতে স্ত্রী পুত্রকে নিয়ে বসবাস করছেন। শহরের বাড়িতে ৩ ভাই রয়েছেন। তাঁরাও সকলেই বিশেষভাবে সক্ষম।

শহর এবং পার্শ্ববর্তী এলাকায় কেবলমাত্র দিনের বেলায় লটারির টিকিট (Ticket) বিক্রি করেন কৃষ্ণ। সঙ্গী পুরোনো একটি ভ্যান রিকশা। মাইক সেটটাও নিজেই কিনেছেন। অসাধারণ ছন্দ মিলিয়ে কথা বলেন। নিজের জীবনের সুখ দুঃখের কথা বলেন ছড়া কেটে। মাইক্রোফোনে কখনও মহিলা আবার কখনও পুরুষের কন্ঠে সাবলীল ভাবে কথা বলে লটারির টিকিট বিক্রি করেন। এক হাতে মাইক্রোফোন, অন্য হাতে ভ্যানরিকশা চালিয়ে ঘোরেন পথে পথে। রোজগার হয় দিনে ১০০ থেকে ১৫০ টাকা। তাতেই সংসার চালিয়ে নিতে হয়। কৃষ্ণ সেনের আবেদন, ‘আমাকে সরকার যদি একটা ঘরের বন্দোবস্ত করে দেয় তাহলে আমি উপকৃত হতাম। শ্বশুর বাড়িতে দিন কাটাতে হতনা। বাবার ভিটেতে আমার জায়গা পড়ে আছে। ঘর বাঁধার কোনও সামর্থ্য নেই। পেট চলে না। বিশেষভাবে সক্ষমের শংসাপত্র (Certificate) রয়েছে।’

স্থানীয় বাসিন্দা স্বপন চৌধুরী বলেন, ‘ওঁদের বাবা প্রয়াত কার্তিক সেন শিক্ষক ছিলেন। ছেলেরা সকলেই বিশেষভাবে সক্ষম। খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM…

3 mins ago

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই…

43 mins ago

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)…

44 mins ago

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি…

45 mins ago

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম…

1 hour ago

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা…

2 hours ago

This website uses cookies.