Sunday, May 12, 2024
HomeBreaking Newsমনোনয়ন পত্র বিকৃতির অভিযোগ! উলুবেড়িয়ার বিডিও-এসডিও’কে সাসপেন্ডের সুপারিশ হাইকোর্টের

মনোনয়ন পত্র বিকৃতির অভিযোগ! উলুবেড়িয়ার বিডিও-এসডিও’কে সাসপেন্ডের সুপারিশ হাইকোর্টের

কলকাতা: পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র বিকৃতির অভিযোগে উলুবেড়িয়ার বিডিও-এসডিও’কে সাসপেন্ডের সুপারিশ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে অনগ্রসর শ্রেণি দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধেও বৃহস্পতিবার বিভাগীয় তদন্তের সুপারিশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করার পরামর্শও দেন বিচারপতি। এদিকে তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল বলে অভিযোগ উঠেছে। সেখানে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগেই উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও অনুজা বিবির অভিযোগে শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। হাইকোর্টে মামলাও হয়। সেই মামলার শুনানিতে এমনটা সুপারিশ করলেন বিচারপতি।

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি পঞ্চায়েত ভোটের আগে অভিযোগ তোলেন, তাঁদের মনোনয়ন পত্র ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। তাঁরা ওবিসি সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও চেকলিস্টে তা উল্লেখ করেননি বিডিও। তারপরই স্ক্রুটিনিতে তাঁদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। বিডিও’র কাছে বিষয়টি জানাতে গেলেও তিনি শোনেননি বলে অভিযোগ ওঠে। আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই সিপিএম প্রার্থী। বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যদিও পরে ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার নির্দেশের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেয়। সেইসঙ্গে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব রায়ের বেঞ্চ জানিয়ে দেয়, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিশকে এই তদন্ত করতে হবে। এনিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে কমিশনও গড়ে দেওয়া হয়েছিল। সেই কমিশন এদিন রিপোর্ট পেশ করে। এই রিপোর্টেই সামনে আসে প্রশাসনিক স্তরে কারচুপির বিষয়টি। এরপরই বিচারপতি অমৃতা সিনহা উলুবেড়িয়ার বিডিও সহ তিনজনকে সাসপেন্ডের সুপারিশ করেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর(KKR)। এদিনের খেলায় টসে জিতে বোলিং করার...

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

0
বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড়...

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

0
ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের ছাত্রী রুমা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬০ নম্বর পেয়ে...

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

0
শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে করালো নববর্ষের সন্ধ্যে রাতের কথা। আজ রাতে বৃষ্টি হয়েছে...

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

0
শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর সহ একাধিক জায়গায় গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে...

Most Popular