Breaking News

বাড়ছে না মনোনয়নের সময়সীমা, ব্যবহার করতে হবে কেন্দ্রীয় বাহিনীকেও, পঞ্চায়েত মামলায় নির্দেশ হাইকোর্টের

কলকাতা: হাইকোর্টে পঞ্চায়েত মামলার রায়দান। মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের ওপর ছাড়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তি বহাল রাখা হয়েছে। পঞ্চায়েত আইন আনুযায়ী পদক্ষেপ করবে কমিশন। পঞ্চায়েত মামলায় জানাল হাইকোর্ট। অনলাইনে মনোনয়ন পেশের আবেদন খারিজ করা হয়েছে। আইন অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ করতে পারবে কমিশন।

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালত জানিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্যের সাতটি জেলাকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, স্পর্শকাতর জেলার তালিকায় উত্তর ২৪ পরগনার একাংশ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং হুগলি রয়েছে। সেখানে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বাকি যেসব জায়গায় পর্যাপ্ত রাজ্য পুলিশ দেওয়া সম্ভব হবে না, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত গাইডলাইন মেনে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানো, প্রয়োজনে ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সুনিশ্চিত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।এদিন তা স্পষ্ট করে দিল হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। সেই মামলার প্রেক্ষিতে এদিন রায় দিল হাইকোর্ট।

রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণার পরই প্রশ্ন তোলে বিরোধী শিবির। সরাসরি অভিযোগ করা হয়, শাসক দলকে সুবিধে করে দিতেই এত কম সময় দিয়ে মনোনয়ন পর্ব শেষ করতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট করানোর দাবিও তোলা হয়। তাই মনোনয়ন পর্বের সময় বাড়ানো ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করা এই দুই দাবিকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা অধীর চৌধুরি। সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় মামলার শুনানি। নিজেদের প্রাথমিক পর্যবেক্ষণেই প্রধান বিচারপতি সময় বৃদ্ধি ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করেন। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় বৃদ্ধির পক্ষে কথা বলেন।

শুক্রবারের একদফার পর পঞ্চায়েত সংক্রান্ত জোড়া মামলার গতকাল দীর্ঘ সাড়ে চার ঘণ্টার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার দুপুরে হাইকোর্ট সূত্রে জানা যায়, এদিন বিকেলের মধ্যেই রায় ঘোষণা করে দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপর এদিন রায় ঘোষণা করা হল।

গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ঠিক তাঁর পরদিনই জোড়া মামলা দায়ের হয় হাইকোর্টে। অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় হিংসা, সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে। এদিন ভাঙড়ে বোমাগুলি চলার ঘটনা ঘটে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Paragliding in Kurseong | পাহাড়ের পর্যটনে নয়া পালক, কার্সিয়াংয়ে শুরু প্যারাগ্লাইডিং

শিলিগুড়ি: কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্সিয়াংয়েও পর্যটকদের জন্য শুরু হচ্ছে প্যারাগ্লাইডিং (Paragliding in Kurseong)। শনিবার…

16 mins ago

চোপড়া,১ জুন:চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের এলাকায় একের পর এক চা বাগানে দুষ্কৃতীদের তান্ডবে শ্রমিক…

26 mins ago

PM Narendra Modi | ধ্যানভঙ্গ হল মোদির, আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরোলেন বিবেকানন্দ রক থেকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ধ্যানভঙ্গ হল প্রধানমন্ত্রীর। টানা দু’দিন প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করলেন…

29 mins ago

Siliguri | নজরদারির অভাব, শহরে জল নিয়ে কালোবাজারি বন্ধে নেই কোনও ব্যবস্থা

শিলিগুড়ি: ২০ লিটারের জলের জার বিকোচ্ছে ১০০ টাকায়। শহরের বিভিন্ন প্রান্ত তো বটেই, খোদ বাড়তি…

38 mins ago

Chalsa | জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় অজগরের মৃত্যু, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা

চালসা: লাটাগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় লাগাতার মৃত্যু হচ্ছে বন্যপ্রাণীর। শুক্রবার রাতে গাড়ির ধাক্কায়…

42 mins ago

Siliguri Water Crisis | ট্যাংকের জলেও সন্দেহ, ভরসা রাখতে পারছেন না শহরবাসী

ভাস্কর বাগচী, শিলিগুড়ি: শুক্রবার সকালে পানীয় জলের পাউচ সরবরাহের তদারকি করছিলেন শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর…

1 hour ago

This website uses cookies.