Featured

মা-বাবা দুজনেই চা শ্রমিক, ইচ্ছাশক্তিকে সম্বল করেই সেনায় লেফটেন্যান্ট পদে ছেলে

অনুপ সাহা, ওদলাবাড়ি: প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের জোরে চা শ্রমিক পরিবারে বড় হয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে অভিষিক্ত হলেন রোহন শর্মা। লেফটেন্যান্ট রোহন শর্মা ডুয়ার্সের বাগ্রাকোট চা বাগানের বটগাছ সংলগ্ন শ্রমিক মহল্লা শর্মা লাইনের বাসিন্দা। লক্ষ্যে অবিচল রোহনের এহেন সাফল্যের খবর পৌঁছোতেই আনন্দে ভাসছেন বাগ্রাকোটের বাসিন্দারা।

রোহনের বাবা মধুসূদন শর্মা এবং মা টীকা শর্মা বাগ্রাকোট চা বাগানের শ্রমিক। এখনও তাঁরা চা বাগানের পাতা তোলা থেকে শুরু করে অন্য নির্ধারিত কাজ নিয়ম মেনে করে চলেছেন। ছেলেকে নিয়ে গর্বিত বাবা-মা।

জানা গিয়েছে, ২০১৫ সালে সেনাবাহিনীর ৭/৮ গোর্খা রেজিমেন্টে সিপাহী পদে যোগ দিয়ে সেনাবাহিনীর জীবন শুরু করেছিলেন রোহন। তখন থেকেই দেশের সেবায় সেনাবাহিনীর উচ্চপদে আসীন হওয়ার স্বপ্ন ছিল তাঁর। আর সেই স্বপ্ন পূরণের তাগিদে চার বছর আগে সিপাহী পদে কর্মরত অবস্থায় রোহন আইএমএতে ভর্তি হন। সফলতার সঙ্গে আইএমএ কোর্স সম্পন্ন করার পর সম্প্রতি তাঁকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে অভিষিক্ত করা হয়।

এই মুহূর্তে আসাম রেজিমেন্টে কর্মরত রোহন। ছেলের সাফল্যের মুহূর্তের সাক্ষী থাকতে তাঁর বাবা-মা এখন দেরাদুনে রয়েছেন। তাঁদের প্রত্যাশা, রোহনের সাফল্যে উৎসাহিত হয়ে ডুয়ার্সের চা বাগানের আগামী প্রজন্মও দেশ সেবায় এগিয়ে আসুক।

লেফটেন্যান্ট রোহনের ছাত্র জীবন কেটেছে বাগ্রাকোট হাইস্কুলে (এইচএস)। এখান থেকেই সাফল্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

স্কুলের প্রধান শিক্ষক সাগর শর্মা বলেন,  ‘ছাত্র জীবনের শুরু থেকেই মেধাবী ছাত্র ছিল রোহন। স্কুলের প্রাক্তন ছাত্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে অভিষেক স্কুলের পক্ষেও গৌরবের। পাশাপাশি সরকারি স্কুলে পড়াশোনা করেও যে সাফল্যের শিখরে পৌঁছোনো যায়, সে ব্যাপারে ডুয়ার্সের চা বাগান এলাকার সেরা উদাহরণ রোহন।’

লেফটেন্যান্ট রোহনের সাফল্যের ছোঁয়া লেগেছে বাগ্রাকোট চা বাগানেও। আগামীদিনে রোহনের প্রদর্শিত পথে চা বাগানের ভাবী প্রজন্মও এগিয়ে যাক, এই কামনা চা বাগানের শ্রমিক নেতা রাজু বিশ্বকর্মা থেকে শুরু করে সকলের।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই…

15 mins ago

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)…

16 mins ago

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি…

18 mins ago

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম…

58 mins ago

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা…

1 hour ago

Sandeshkhali issue | সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali issue) বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলায় বড় ধাক্কা রাজ্য পুলিশের!…

2 hours ago

This website uses cookies.