Friday, September 22, 2023
HomeTop News‘উনি কি এবার বাঁচাতে পারবেন অভিষেককে’ মন্তব্য দিলীপ ঘোষের

‘উনি কি এবার বাঁচাতে পারবেন অভিষেককে’ মন্তব্য দিলীপ ঘোষের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হারিয়েছেন পদ, তাতে কুছ পরোয়া নেহি। তিনি আছেন স্বমেজাজেই।বঙ্গ রাজনীতির আবহে তার একের পর এক বিতর্কিত মন্তব্যে ঝড় উঠেছে রাজ্যে। তিনি দমে যাওয়ার পাত্র নন। বুধবার ফের একবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পেশ করলেন নিজের বক্তব্য। তিনি বলেন, ‘কী করবেন মেসেজ এসেছে তো! উনি কি এবার বাঁচাতে পারবেন যদি গ্রেফতার করে? হয়তো সময় ঘনিয়ে এসেছে। উনি ভাবছেন পাপের ঘড়া ভরে গিয়েছে। শুধু অভিষেক একা নয়, অনেককেই ভিতরে যেতে হবে। সেটা উনি বুঝতে পারছেন।’‌

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর মতো প্রতিভা আগে বাংলায় আসেনি। উনি চা বানাতে জানেন, মিষ্টি বানাতে জানেন, জুতো সেলাই জানেন, গান গাইতে জানেন, নাচতে জানেন, আর কি করে ভোটে জিততে হয় পা ভেঙে সেটাও জানেন। তাই তিনি আমাদের বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবেন’।

চন্দ্রযান–৩ চাঁদে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী রাকেশ শর্মার নাম বলতে গিয়ে মুখ ফস্কে রাকেশ রোশন বলেছিলেন। এবার সেই প্রসঙ্গও টেনে এনে দিলীপ ঘোষ বলেন, ‘নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে নিচ্ছেন। আমার মনে হয় রাহুল গান্ধীকে নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। দিদিই যথেষ্ট আনন্দ দেওয়ার সামগ্রী আমাদের পরিবেশন করছেন’।

অন্যদিকে, দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে সাংসদ বলেন, ‘নিরাপত্তা জিনিসটা বহু আগে বাংলা থেকে উঠে গিয়েছে। জীবনের সুরক্ষা নেই, সম্পত্তি, দোকান, মহিলাদের সুরক্ষা নেই। কোলাপস করে গিয়েছে।’‌

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের বাকি আর কিছুমাস।বিজেপিকে সরাতে কোমর বেঁধে নেমেছে ‘ইন্ডিয়া’ জোট।আগামীকাল থেকে দুদিনের জন্য বৈঠক শুরু হচ্ছে মুম্বাইতে।এদিন বিরোধী জোট, তাদের বৈঠক নিয়েও করা দাওয়াই দিলেন দিলীপ।বলেন, ‘আমার মনে হয় বছর শেষ হওয়ার আগে অনেক কিছু ঘটে যেতে পারে। ওনাদের দলের একটা পরম্পরা আছে। তারা জেলে যান। কেষ্ট গিয়েছেন, পার্থবাবু গিয়েছেন। এবার ওনার সময় এসে গিয়েছে। আমরা বলছি যদি আপনি চুরি না করে থাকেন, ফেস করুন, সত্য বলুন। আর যারা করেছে তাদের ধরিয়ে দিন। এটার যদি অন্যথা হয় তাহলে আপনাকেও কেষ্টবাবুদের কাছে গিয়ে থাকতে হবে।’‌ তবে দিলীপের এত মন্তব্যের পাল্টা কোন মন্তব্য এখনো শোনা যায়নি তৃণমূল শিবিরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments