Wednesday, June 26, 2024
HomeBreaking Newsরাজ্যে বাতিল দু’কোটি ভুয়ো রেশন কার্ড, বছরে প্রায় ৩৬০০ কোটি টাকা সাশ্রয়...

রাজ্যে বাতিল দু’কোটি ভুয়ো রেশন কার্ড, বছরে প্রায় ৩৬০০ কোটি টাকা সাশ্রয় সরকারের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে হদিশ মিলল প্রায় দু’কোটি ভুয়ো রেশন কার্ডের। ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ রাজ্যে শুরু হয়েছিল বছরখানেক আগেই। সেই পথে হেঁটে প্রায় দু’কোটি ভুয়ো রেশন কার্ডের সন্ধান পেয়েছে রাজ্য। ইতিমধ্যেই এই ভুয়ো কার্ড গুলি বাতিল করে দিয়েছে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর। সরকারি সূত্রের দাবি, এর ফলে শুধু এই খাতেই সাশ্রয় হবে বছরে অন্তত ৩৬০০ কোটি টাকা।

রাজ্যে ভুয়ো রেশন কার্ড বাতিলের লক্ষ্যে গ্রাহকদের আধার লিংক বাধ্যতামূলক করে সরকার। আর এর ফলেই কমে যায় বৈধ রেশন কার্ডের সংখ্যা। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শুরুতে কিছুটা অনীহা থাকলেও, শেষ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আধার-যোগ পদ্ধতিকে মান্যতা দিতে কার্যত ‘বাধ্য হয়েছে’ রাজ্য। আর এ ক্ষেত্রে তাতেই লাঘব হয়েছে বিপুল সংখ্যক ভুয়ো রেশন কার্ডের বোঝা।

সূত্রের দাবি, ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পরে রাজ্যে উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৭০ লক্ষ। দীর্ঘ দিন ধরেই রাজ্যে নিখরচায় রেশন ব্যবস্থা চালু রয়েছে। ফলে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয় সেই খাতে। পরে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের মাধ্যমে ভুয়ো, মৃত ব্যক্তির নামে থেকে যাওয়া রেশন কার্ড, এক ব্যক্তির একাধিক কার্ডের অস্তিত্ব খোঁজা ইত্যাদির প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়ার শেষে এখন রাজ্যে রেশন কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৭৮ লক্ষ মতো।

জানা গিয়েছে, সাধারণত প্রতি মাসে এক জন রেশনগ্রহীতার জন্য নিখরচায় বরাদ্দ পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য। প্রতি মাসে উপভোক্তাদের মাথাপিছু খাদ্যশস্যে সরকারের খরচ কমবেশি ১৫০ টাকা। সরকারের দাবি, সেই হিসাবে দু’কোটি কার্ডপিছু ফি মাসে রাজ্যের সাশ্রয় প্রায় ৩০০ কোটি টাকা। অর্থাৎ, বছরে প্রায় ৩৬০০ কোটি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে খাদ্যশস্য বাবদ বিপুল অর্থ দেয় কেন্দ্র। প্রতিটি রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করতেই হত রাজ্যকে। পাশাপাশি, আঙুলের ছাপ (বায়োমেট্রিক) দিয়ে রেশন তোলার ব্যবস্থা চালু হয়েছে। আগামী দিনে চোখের মণি যাচাই করার পদ্ধতি চালু করা নিয়েও ভাবনাচিন্তা রয়েছে কেন্দ্রের। প্রশাসনের এক কর্তার কথায়, “যোগ্য উপভোক্তা নিজের রেশন যাতে নিজেই পেতে পারেন, সেই পরিস্থিতি তৈরি করা হয়েছে। পুরো প্রক্রিয়া তার সঙ্গে সম্পর্কযুক্ত।” তবে প্রশাসনিক মহলের ব্যাখ্যা, উপভোক্তা উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারলে, ‘ধরা পড়া নিষ্ক্রিয়’ কার্ড ফের সচল করে দেওয়া হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল...

0
দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা। মঙ্গলবারও এই বেহাল সড়ক কেড়ে...

Most Popular