Exclusive

Caste certificate | জাতিগত শংসাপত্র জালিয়াতিচক্রের হদিস পুরাতন হাসিমারায়

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহা: জাতিগত শংসাপত্র (Caste certificate) নিয়ে জালিয়াতিচক্রের হদিস পাওয়া গেল কালচিনি (Kalchini) ব্লকের পুরাতন হাসিমারায় (Hasimara)। তদন্তে জানা গিয়েছে, মাদারিহাট উত্তর খয়েরবাড়ির জনৈক তরুণী জাতিগত শংসাপত্র বের করতে গিয়ে ২৭ ডিসেম্বর এক তরুণের কাছে প্রতারণার শিকার হন। শুক্রবার আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি তরুণীকে নিয়ে কালচিনি ব্লকের পুরাতন হাসিমারায় আসেন। ওই তরুণী মহকুমা শাসককে সাঁতালি মোড়ের কাছে প্রতারকের বাড়ি চিনিয়ে দেন। সেইসময় প্রতারককে বাড়িতে পাওয়া না গেলে মহকুমা শাসক তার বাড়ির কাছেই একটি কম্পিউটারের দোকানে তল্লাশি চালিয়ে হার্ডডিস্ক খুলে নিয়ে যান।

বিপ্লব জানান, হার্ডডিস্ক পরীক্ষার পর আরও অনেক তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চক্রের পান্ডাদের ধরতে তল্লাশি অভিযান চালানো হবে। ধরা পড়লে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে। কেউ ছাড় পাবে না।’ শুধু কালচিনি নয়, মাদারিহাট-বীরপাড়া ব্লকেও এই ধরনের চক্র রয়েছে বলে তিনি জানান। হাসিমারা পুলিশ ফাঁড়ির ওসি বিশ্বজিৎ দে বলেন, ‘এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

তরুণী জানান, জাতিগত শংসাপত্র বের করতে গিয়ে এক বন্ধু মারফত ওই প্রতারকের সঙ্গে তঁার পরিচয় হয়। সার্টিফিকেট বের করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তঁার কাছে ওই তরুণ মোট ৮ হাজার টাকা দাবি করে। তরুণী প্রথম অবস্থায় তাকে ৪ হাজার টাকা দেন। এরপর গত ২৭ ডিসেম্বর জাতিগত শংসাপত্র পাঠিয়ে ওই তরুণ তঁার কাছ থেকে বাকি ৪ হাজার টাকা নেয়। শংসাপত্র হাতে পেয়ে ওই তরুণী দেখেন, তঁার ঠিকানার জায়গায় ভুল তথ্য দেওয়া রয়েছে। তঁার বাড়ি মাদারিহাটে হলেও ঠিকানায় রয়েছে কালচিনি ব্লকের পুরাতন হাসিমারার সাঁতালি চা বাগান। তিনি শংসাপত্র সংশোধন করার কথা বলতেই প্রতারক বলে, এ ব্যাপারে তার কিছুই করার নেই। এমনকি তাকে যেন এইসব বিষয় নিয়ে আর ফোন করা না হয়। শুক্রবার বাধ্য হয়ে ঠিকানা সংশোধনের জন্য ওই তরুণী আলিপুরদুয়ার যান। তাঁর শংসাপত্র দেখেই সন্দেহ হয় সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের। তঁারা সঙ্গে সঙ্গে বিষয়টি মহকুমা শাসককে জানান।

মহকুমা শাসক এদিন সবাইকে সতর্ক করে বলেছেন, ‘কাস্ট সার্টিফিকেট পাওয়ার প্রথম শর্তই হল, যিনি যে এলাকার বাসিন্দা তাঁকে সেই এলাকা দিয়েই আবেদন করতে হবে। এক জায়গায় বাস করে অন্য এলাকার ঠিকানা দিয়ে শংসাপত্রে আবেদন সম্পূর্ণ অবৈধ।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই…

27 mins ago

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)…

28 mins ago

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি…

29 mins ago

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম…

1 hour ago

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা…

2 hours ago

Sandeshkhali issue | সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali issue) বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলায় বড় ধাক্কা রাজ্য পুলিশের!…

2 hours ago

This website uses cookies.