রাজ্য

গোরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদনে ফের ধাক্কা, আদালতে প্রশ্নের মুখে ইডি

আসানসোল: দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। গোরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র তোড়জোড় আবারও ধাক্কা খেল আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে। শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্নের মুখে পড়লেন ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র। এদিনও তিনি বিচারকের প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এদিন দু’দফায় ঘন্টা দেড়েক সময় ধরে ইডির আবেদনের ভিত্তিতে শুনানি হয়। শেষ পর্যন্ত বিচারক ইডির আইনজীবীকে আরও সময় দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে ৪৪(১/সি) নম্বর ধারায় মামলা স্থানান্তরের আবেদন করা হয়েছিল। কিন্তু গত ১৯ অগাস্টের মতো এদিনও আদালতে আবেদনের দ্বিতীয় শুনানির দিনও কার্যত ধাক্কা খেল ইডি। কেন এই মামলা দিল্লিতে সরানো হবে তা প্রশ্ন করেন বিচারক। তিনি জানতে চান, কোন আইনে ও কে এই অধিকার ইডিকে দিয়েছে? কোনও মামলা কি ইচ্ছে করলে কোনও কেন্দ্রীয় এজেন্সি, যে কোনও রাজ্যে নিয়ে যেতে পারে? পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মামলা যে ইডি করবে, তার সরকারি অর্ডার বা গেজেট নোটিফিকেশন আছে? সেই সময় ইডির আইনজীবী আইনের একাধিক ধারার উল্লেখ করে আবেদনের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন। বিচারক এজলাসে ধারাগুলি পড়েন ও জানতে চান এই প্রশ্নের উত্তর কোথায় আছে? ইডির আইনজীবী একই তথ্য দিতে থাকেন। পাশাপাশি তিনি বিচারকের কাছে আবেদন করে বলেন, ‘এই বিষয়টি এদিনের নির্দেশনামায় উল্লেখ করলে ভালো হয়।’ বিচারক অনুব্রতর আইনজীবী শেখর কুন্ডু ও সোমনাথ চট্টরাজের সঙ্গে কথা বলেন। পরে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ সেপ্টেম্বর। প্রসঙ্গত, এই মামলায় দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত, তাঁর কন্যা সুকন্যা, তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sandeshkhali incident | জামিন চাইতে গিয়ে জেল হেপাজত, গ্রেপ্তার সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা করার…

2 mins ago

PBU | লাটে উঠেছে পিবিইউ-এর প্রশাসনিক কাজ, রেজিস্ট্রারের দপ্তর সিল

দেবদর্শন চন্দ, কোচবিহার: ভারপ্রাপ্ত উপাচার্য নিখিলচন্দ্র রায় রেজিস্ট্রার বদলে দিয়েছেন। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন…

34 mins ago

Recruitment Case | পুকুরে মোবাইল ছুড়ে পাঁচিল টপকে পালাতে গিয়েছিলেন, জামিন পেলেন তৃণমূলের সেই জীবনকৃষ্ণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna…

39 mins ago

Esha Gupta | ডিম্বাণু সংরক্ষণ করেছেন এষা গুপ্তা! সন্তানধারণের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্তানধারণের জন্য ৩০ বছর বয়স থেকে ডিম্বানু সংরক্ষণ করেছেন বলিউডের জনপ্রিয়…

45 mins ago

Alipurduar | বাজার ছেয়েছে বর্মার সুপারিতে, সীমান্ত পেরিয়ে মায়ানমার থেকে উত্তরবঙ্গে চোরাকারবার

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফালাকাটায় (Falakata) রমরমিয়ে হয় সুপারি…

47 mins ago

Bangladeshi Ilish | প্রায় দু’হাজার টাকা কেজি, স্টলে আসতে না আসতেই শেষ ইলিশ

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: কবি বলেছিলেন, নামে কী বা আসে যায়। সে কথাকেই একটু ঘুরিয়ে বলা,…

1 hour ago

This website uses cookies.